অক্টোবর ০১, ২০২৩ ১৩:০৭ Asia/Dhaka
  • বিধানসভা নির্বাচন ২০২৩: জরিপে মধ্য প্রদেশ ও ছত্তিসগড়ে এগিয়ে কংগ্রেস, রাজস্থানে হাড্ডাহাড্ডি লড়াই

ভারতে চলতি বছরের শেষের দিকে যে পাঁচ রাজ্যে নির্বাচন হবে তার মধ্যে জনমত জরিপে মধ্য প্রদেশ ও ছত্তিসগড়ে কংগ্রেস দল এগিয়ে রয়েছে। অন্যদিকে, রাজস্থানে বিজেপি-কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।

এ বছরের শেষে রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার মধ্যে মধ্য প্রদেশ, ছত্তিসগড় এবং রাজস্থানে বিজেপি ও কংগ্রেসের বিশেষ নজর রয়েছে। কারণ, মধ্য প্রদেশে বিজেপির সরকার এবং ছত্তিসগড় ও রাজস্থানে কংগ্রেস সরকার ক্ষমতায় রয়েছে। এসব রাজনৈতিক দল সংশ্লিষ্ট রাজ্যে তাদের নিজ নিজ সরকার ধরে রাখতে চায়, এবং এর পাশাপাশি তারা যে রাজ্যগুলোতে ক্ষমতায় নেই সেখানেও ক্ষমতায় আসতে চায়।

বিধানসভা নির্বাচনে কী ঘটবে, তা ভোটের পরেই জানা যাবে। তবে ইন্ডিয়া টিভি-ইটিজি ওপিনিয়ন পোল এবং আইএএনএস-পোলস্ট্র্যাটের সাম্প্রতিক জরিপ তথ্যে মধ্য প্রদেশ, ছত্তিসগড় এবং রাজস্থান রাজ্যে কোন দলের সরকার ক্ষমতায় আসতে পারে তা অনুমান করা হয়েছে। 

মধ্য প্রদেশে ২৩০টি বিধানসভা আসন রয়েছে। রাজ্যে সংখ্যাগরিষ্ঠের সংখ্যা ১১৬টি আসন। ইটিজি’র জনমত জরিপ অনুসারে, মধ্য প্রদেশে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে। রাজ্যটিতে ২৩০টি বিধানসভা আসনের মধ্যে, কংগ্রেস ১১৮ থেকে ১২৮ আসন পাবে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে, বিজেপি এখানে ১০২ থেকে ১১০টি আসন পেতে পারে। অন্যদের কাছে যেতে পারে ২টি আসন। 

ছত্তিসগড়ে বিধানসভা আসন রয়েছে ৯০টি। রাজ্যে সংখ্যাগরিষ্ঠের সংখ্যা হল ৪৬টি আসন। ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আইএএনএস-পোলস্ট্র্যাট তাদের সাম্প্রতিক জরিপ তথ্য প্রকাশ করে বলেছে, রাজ্যটিতে কংগ্রেস পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে। জরিপের ফল অনুসারে, ৯০ টি  বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ৬২টি এবং বিজেপি ২৭টি আসনে জিততে পারে।   

রাজস্থানে ২০০ টি বিধানসভা আসন রয়েছে এবং রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সংখ্যা  হল ১০১ টি আসন। অর্থাৎ যে দল ১০১টি আসন জিতবে তারা সরকার গঠন করবে। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজস্থান বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ইটিজি’র জনমত জরিপ পরিসংখ্যানে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে ২০০ আসনের মধ্যে, বিজেপি ৯৫/১০৫টি আসন এবং কংগ্রেস ৯১/১০১টি আসন পেতে পারে।  একই সঙ্গে অন্যদের খাতায় ৩/৪টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, একদিকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নির্বাচনমুখী রাজ্যগুলোতে প্রচারে অংশ  নিচ্ছেন, অন্যদিকে বিজেপির দিক থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্ব দিতে মাঠে নেমেছেন। গতকাল (শনিবার) ছত্তিসগড়ের বিলাসপুরে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। একইদিনে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি মধ্য প্রদেশে দলীয় এক জনসভায় বক্তব্য রেখেছেন। দলীয় সূত্রে জানা গেছে, ২ ও ৫ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্য প্রদেশ সফর করবেন এবং নির্বাচনী কর্মসূচিতে শামিল হবেন।#   

পার্সটুডে/এমএএইচ/১   

ট্যাগ