অক্টোবর ০৩, ২০২৩ ১৫:৫৩ Asia/Dhaka
  • ১০ অক্টোবরের মধ্যে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করতে বলল ভারত

ভারত ও কানাডার মধ্যে চলমান কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে এবার কঠোর অবস্থান নিয়ে ভারত কানাডাকে তার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে।

আজ (মঙ্গলবার) গণমাধ্যম সূত্রে প্রকাশ- ভারত কানাডাকে ১০ অক্টোবরের মধ্যে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করতে বলেছে। সরকারিভাবে অবশ্য এ নিয়ে কোনো নির্দেশনা প্রকাশ্যে আসেনি।

সম্প্রতি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে কানাডায় বসবাসকারী খলিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যায় জড়িত থাকার অভিযোগ করেছিলেন। গত জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে নিহত হন খলিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর। কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগ- ভারতীয় এজেন্সি ওই ঘটনায় জড়িত রয়েছে। ভারত ওই অভিযোগকে অযৌক্তিক, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। এর পর থেকে দু’দেশের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।  

উভয় দেশের পক্ষ থেকে ওই ইস্যুতে আগেই পাল্টাপাল্টি একজন করে কূটনীতিককে বহিষ্কার এবং প্রবাসী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করার  পর ভারতের পক্ষ থেকে কানাডার নাগরিকদের ভিসা ইস্যুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখা হবে। এর পরেই এবার আরও কঠোর অবস্থান নিয়ে কানাডাকে ৪১ জন কূটনীতিকে সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দিলো ভারত।

প্রসঙ্গত, কানাডার ৬২ জন কূটনীতিক ভারতে রয়েছেন। ভারত সরকার আগেই কানাডার বিরুদ্ধে এ ধরণের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছিল যে ভারতে অনেক কানাডিয়ান কূটনীতিক রয়েছেন এবং তাদের সংখ্যা কমানো দরকার। ভারতের এই পদক্ষেপ নিয়ে কানাডার পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি প্রকাশ্যে আসেনি। #

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩  

ট্যাগ