সিকিমে আকস্মিক বন্যায় মৃত ১৪, সেনাবাহিনীর ২২ জওয়ানসহ নিখোঁজ ৮২
(last modified Thu, 05 Oct 2023 11:38:30 GMT )
অক্টোবর ০৫, ২০২৩ ১৭:৩৮ Asia/Dhaka
  • সিকিমে আকস্মিক বন্যায় মৃত ১৪, সেনাবাহিনীর ২২ জওয়ানসহ নিখোঁজ ৮২

ভারতের সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তা নদীতে আকস্মিক বন্যায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর ২২ জওয়ানসহ ৮২ জন নিখোঁজ রয়েছেন।

গতকাল (বুধবার) রাতে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ কর্মকর্তা হিমাংশু তেওয়ারি বলেন, ২২ সেনা জওয়ান নিখোঁজ। একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব করা হয়েছে। অন্যদের খোঁজে তল্লাশি চলছে।

প্রসঙ্গত, গতকাল (বুধবার) ভোরে লোনক হ্রদের উপর মেঘ বিস্ফোরণে লাচেন উপত্যকায় তিস্তা নদীতে আকস্মিক বন্যা আসায় ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে। প্রবল পানির তোড়ে ভেসে গেছে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের চুংথাং ড্যাম। সাম্প্রতিক অতীতে এতবড় বিপর্যয়ের মুখে পড়েনি সিকিম। রাজ্যের পরিস্থিতি জানতে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিমের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী বিষ্ণুকুমার শর্মা বলেন, ‘নিখোঁজের সংখ্যা বলা যাচ্ছে না। সেনা ছাউনির ৩৫ জনের খোঁজ মিলছে না শুনেছি।’

সাম্প্রতিক বিপর্যয়ের ফলে পর্যটন ক্ষেত্রও বড়সড় ধাক্কা খেয়েছে। সিকিমে দু’হাজারের বেশি বাংলার পর্যটক আটকে রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। আগামী ৮ অক্টোবর পর্যন্ত সিকিমের বিপর্যস্ত এলাকাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে সতর্কতা জারির পাশাপাশি নামানো হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা ‘এনডিআরএফ’। পশ্চিমবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কুচবিহার মিলিয়ে কমপক্ষে ৭ হাজার জনকে অন্যত্র সরানো হয়েছে। সিকিম ও দার্জিলিং মিলিয়ে অন্তত ২৯ জায়গায় ধস নেমেছে। বহু সড়ক নিশ্চিহ্ন হয়েছে। 

সিকিমে বিপর্যয়ের জেরে পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী বলেন, তিস্তা ব্যারাজ থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ