'দেখে বামাসুরও ভয় পেত, পদ্মাসুরও ভয় পায়'
বাংলায় ‘অসুর বিনাশ’ নিয়ে বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি কটাক্ষ
পশ্চিমবঙ্গে দুর্গোৎসবে যোগ দিয়ে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা তৃণমূলের নাম না করে তাদের ‘অসুর শক্তি’ হিসেবে উল্লেখের মধ্য দিয়ে বিনাশ চেয়েছেন।
অন্যদিকে, আজ পাল্টা জবাবে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য নাম না করে বিজেপিকে অসুরের সঙ্গে তুলনা করে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে তাদের নির্মূলের কথা বলেছেন।
আজ (শনিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি এদিন বেশ কয়েকটি দুর্গাপুজো মণ্ডপ ঘুরে দেখেন। পরে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের নাম না করে তাদের ‘অসুর শক্তি’ (দানবিক শক্তি) হিসেবে উল্লেখ করে বিনাশের কথা বলেছেন।
বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ বলেন, ‘আমি আর কীই আর চাইব? কিছু লোকের মতিভ্রম হয়েছে। সুবুদ্ধি ফিরুক। বাংলায় শুভশক্তির হাতে ক্ষমতা আসুক। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস'-এর মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাক। ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। নবরাত্রির এই শুভ মুহূর্তে মা দুর্গার কাছে প্রার্থনা, মা শক্তির রূপ। অসুর শক্তিকে পরাজিত করতে এই শক্তির প্রয়োগ হোক। ‘অসুর শক্তির বিনাশ হোক’। অসুর শক্তি যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, ভাই-ভাইপো নীতিকে প্রতিষ্ঠা করে, এমন ‘অশুভ শক্তি’ কে পরাজিত করতে শক্তি দিন মা দুর্গা।’
আজ পাল্টা জবাবে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে দুর্গা উল্লেখ করে বলেন, ‘মা দুর্গা তো এই মুহূর্তে ভারতবর্ষে একজনই আছেন। একটাই তো মহিলা লড়াই করছেন। তাকে দেখে বামাসুরও (বামফ্রন্ট) ভয় পেত, পদ্মাসুরও (বিজেপির প্রতীক পদ্মফুল) ভয় পায়। স্বাভাবিক ভাবে সেই অসুরেরা এখন আসছেন মায়ের পায়ে পড়তে, মায়ের কাছে ক্ষমা চাইতে। কিন্তু কিচ্ছু করার নেই। রামচন্দ্র আরাধনা করতেন মা দুর্গার। যারা (কেন্দ্রীয় বিজেপি সরকার) প্রজাদের (জনগণের) বিরুদ্ধে যান, গ্যাসের দাম, তেলের দাম, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঘটান, তাদের মা কখনোই ক্ষমা করবেন না এবং সেই অসুরদের প্রকৃত অর্থে ২০২৪ সালে (সাধারণ নির্বাচনে) বিনাশ হবে’ বলেও মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।
প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ কোলকাতায় এসে দুর্গাপুজো উদ্বোধন করেছেন। এ নিয়ে তাকে টার্গেট করেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যে দুর্গাপুজো নিয়ে বিজেপি বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না। তাদেরকেই বাংলায় সুড়সুড় করে এসে দুর্গাপুজো উদ্বোধন করতে হচ্ছে। ডেইলি প্যাসেঞ্জারি করছে।’ এভাবে তৃণমূল ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য ও কটাক্ষ চলছে। #
পার্সটুডে/এমএএইচ/ ২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।