ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তা পাঠালো ভারত
-
ফিলিস্তিনের জন্য ভারতের মানবিক সহায়তা
ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার মধ্যে ভারত গাজার জনগণের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে।
ফিলিস্তিনের গাজার বাসিন্দারা বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে পড়েছেন। সম্প্রতি ইসরাইলি হামলায় সেখানে হতাহত হয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। এমতাবস্থায় ভারত সাহায্যের হাত বাড়িয়ে মানবিক সাহায্য পাঠিয়েছে।
আজ (রোববার) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ফিলিস্তিনবাসীকে মানবিক সাহায্য পাঠাচ্ছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ফিলিস্তিনের জনগণের জন্য প্রায় ৬.৫ টন চিকিৎসা সহায়তা এবং ৩২ টন বিপর্যয় মোকাবিলার ত্রাণ সামগ্রী নিয়ে আইএএফ সি-১৭ বিমানটি মিশরের এল-আরিশ বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।’
গাজায় পাঠানো সাহায্যের মধ্যে রয়েছে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ, অস্ত্রোপচারের সামগ্রী, তাঁবু, স্লিপিং ব্যাগ, টারপলিন, স্যানিটেশন সুবিধা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস। প্রথমে বিমান বাহিনীর বিমানটি মিশরের এল-আইরিশ বিমানবন্দরে নামবে। তার পর সড়কপথে রাফা সীমান্ত হয়ে পৌঁছবে ফিলিস্তিনের গাজায়।
প্রসঙ্গত, গতকাল (শনিবার) থেকেই গাজায় মানবিক সাহায্য আসতে শুরু করেছে। মিশর গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর জন্য রাফাহ সীমান্ত খুলে দিয়েছে। এক নিরাপত্তা সূত্র এবং মিশরীয় রেড ক্রিসেন্ট কর্মকর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, মিশর থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা বহনকারী ট্রাকগুলো শনিবার রাফাহ সীমান্ত দিয়ে যেতে শুরু করেছে।
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।