ফিলিস্তিন ইস্যুতে জাতিসঙ্ঘে ভারত ভোট দানে বিরত:
ক্ষুব্ধ সিপিএম-সিপিআই, সমালোচনা করলেন লালুপ্রসাদও
-
লালুপ্রসাদ যাদব
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে ভারত বিরত থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিপিআই(এম) এবং সিপিআই। একইসঙ্গে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবও ভারতের অবস্থানের সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে খেলা বন্ধ করা।
গতকাল (শনিবার) সিপিআই(এম) এবং সিপিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের অধীনস্থ অনুচরের মতো পররাষ্ট্রনীতি নিয়ে চলেছে ভারত। জাতিসঙ্ঘে ফিলিস্তিনি নাগরিকদের নিরাপত্তা এবং মানবিক ও আইনি বিধি মানার প্রস্তাবে ভোট না দেওয়া স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা।
সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআই’র সাধারণ সম্পাদক ডি রাজা ভারতের অবস্থানের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। প্রসঙ্গত, ভারত ভোট না দিলেও বিপুল সংখ্যাধিক্যে পাশ হয়েছে ওই প্রস্তাব। ইহুদিবাদী ইসরাইল গাজায় বর্বর হামলা চালানোয় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। একনাগাড়ে চলতে থাকা ওই হামলায় সেখানে ভয়াবহ মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে।
যুদ্ধ বিরতি নিয়ে আরব দেশগুলোর পক্ষে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন করেছিল জর্ডান। ওই প্রস্তাবে নিরীহ নাগরিকদের নিরাপত্তাপ্রদান করা থেকে তাদের মানবাধিকার রক্ষার কথা বলা হয়। ভোটাভুটি শুরু হলে, প্রস্তাবের সক্ষে ১২০টি দেশ ভোট দেয়। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় ১৪টি দেশ। ভোটদান থেকে বিরত থাকে ৪৫টি দেশ, যার মধ্যে অন্যতম হল ভারত। এরপরেই ওই ইস্যুতে ভারতের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতারা।
সিপিআই(এম) এবং সিপিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিপুল সংখ্যাধিক্যে গৃহীত প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে ভারত। এই অবস্থান স্তম্ভিত করে দিচ্ছে দেশবাসীকে। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে প্রস্তাব আনা হয়েছিল ‘নাগরিকদের নিরাপত্তা এবং মানবিক স্বার্থ মানার বাধ্যবাধকতার পক্ষে।’ সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআই’র সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, ‘ভারতের ভোটদানে বিরত থাকার অবস্থান স্পষ্ট করেছে যে পররাষ্ট্রনীতিতে মার্কিন সাম্রাজ্যবাদের অধীনস্থ অনুচরের মতো চলার নীতি নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী সরকার মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইল-ভারত অশুভ আঁতাতকেই আরও জোরালো করতে চাচ্ছে। ফিলিস্তিনের জনগণের পক্ষে ভারতের দীর্ঘদিনের অবস্থানকে খারিজ করেছে এই পররাষ্ট্রনীতি।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসঙ্ঘে এই প্রস্তাব গ্রহণের সঙ্গে সঙ্গে ইসরাইল আকাশ থেকে হামলায় গণহত্যা চালাচ্ছে, গাজা স্ট্রিপে জমিতে সেনা নামিয়ে হামলার মাত্রাও বাড়ানো হয়েছে।’ সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআই’র সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, ‘গাজায় বাইরের বিশ্বের সঙ্গে সব রকমের সংযোগ ছিন্ন করা হয়েছে। ২২ লাখ মানুষের বাস গাজায়। জাতিসঙ্ঘে বিপুল সংখ্যাধিক্যে পাশ হওয়া প্রস্তাবকে মান্যতা দিয়ে এখনই সংঘর্ষবিরতি প্রয়োজন।’
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং ‘আরজেডি’ প্রধান লালুপ্রসাদ যাদব ফিলিস্তিনের গাজা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারত এ বিষয়ে নড়বড়ে মনোভাব গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে খেলা বন্ধ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লালুপ্রসাদ যাদব বলেন, এই প্রথম ভারত মানবতা, যুদ্ধবিরতি এবং বিশ্ব শান্তির ইস্যুতে এগিয়ে থাকার পরিবর্তে নড়বড়ে মনোভাব গ্রহণ করল। কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে খেলা বন্ধ করা। মানবাধিকারের প্রতি সংবেদনশীল একটি নীতি আমাদের পররাষ্ট্রনীতির পতাকা হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব।#
পার্সটুডে/এমএএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।