গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কোলকাতায় মিছিল
https://parstoday.ir/bn/news/india-i130212-গাজায়_গণহত্যা_বন্ধের_দাবিতে_কোলকাতায়_মিছিল
পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ফিলিস্তিনের সমর্থনে ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে প্রতিবাদী জনতা ইসরাইলি বর্বর হামলায় গাজায় যে গণহত্যা চলছে অবিলম্বে তা বন্ধের দাবি জানান। একইসঙ্গে তারা স্বাধীন ফিলিস্তিনের দাবিকে সমর্থন জানিয়েছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ০২, ২০২৩ ১৭:৫৮ Asia/Dhaka
  • গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কোলকাতায় মিছিল

পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ফিলিস্তিনের সমর্থনে ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে প্রতিবাদী জনতা ইসরাইলি বর্বর হামলায় গাজায় যে গণহত্যা চলছে অবিলম্বে তা বন্ধের দাবি জানান। একইসঙ্গে তারা স্বাধীন ফিলিস্তিনের দাবিকে সমর্থন জানিয়েছেন।

গতকাল (বুধবার) বিকেলে কোলকাতার শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকা থেকে  রাজাবাজার সায়েন্স কলেজ পর্যন্ত মিছিলের ডাক দেয় ‘সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা’ বা ‘এআইপিএসও’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। মিছিল থেকে ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, ‘ইসরাইল অবিলম্বে ফিলিস্তিন থেকে হাত ওঠাও’ ‘যুদ্ধ নয়, শান্তির দাবিতে আমাদের এই মিছিল, চলছে-চলবে’  ইত্যাদি শ্লোগান দেওয়া হয়।  

ওই কর্মসূচিতে শান্তি আন্দোলনের কর্মীদের পাশাপাশি ছাত্র, যুব, নারী, শিক্ষক,  সাংস্কৃতিক কর্মী, শ্রমিকসহ সমাজের বিভিন্ন অংশের কয়েক হাজার মানুষ শামিল হন। মিছিল শেষে রাজাবাজার সায়েন্স কলেজের গেটের সামনে সংক্ষিপ্ত সভা হয়। সভা থেকে বক্তারা বলেন, ভারত সরকারকে বাধ্য করতে হবে ইসরাইলের পাশ থেকে সরে দাঁড়াতে। সেজন্য ব্যপক জনমত গঠন প্রয়োজন। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীন ভারতবর্ষের কূটনৈতিক ইতিহাসে এই প্রথমবারের জন্য খোলাখুলি ইসরাইলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

জাতিসঙ্ঘে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানায়নি ভারত। এর নেপথ্যে একদিকে ‘ইসলাম বিদ্বেষ’ থাকলেও অন্যদিকে রয়েছে (শিল্পপতি) আদানি গোষ্ঠীর স্বার্থরক্ষা। কারণ, ইসরাইলের হাইফা বন্দরে বিপুল অর্থ লগ্নি করেছে আদানি গোষ্ঠী। একইসঙ্গে ইসরাইলের ‘পেগাসাস’ প্রযুক্তি ব্যবহার করে বিরোধীদের ফোন ও কম্পিউটারে আড়ি পেতেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। একইভাবে ইসরাইলের বিরুদ্ধে কিংবা ফিলিস্তিনিদের সমর্থনে একটিও শব্দ খরচ করেনি পশ্চিমবঙ্গে  ক্ষমতাসীন তৃণমূল সরকার। সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন অঞ্জন বেরা, চিকিৎসক ডাঃ সুদীপ চক্রবর্তী, বাসুদেব বসু, শ্রীকুমার মুখার্জি, ঝুমা দাস, শর্বাণী ভট্টাচার্য, রজত বন্দোপাধ্যায়, ঈশিতা মুখার্জি, ইরশাদ গৌহ্বর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শান্তি আন্দোলনের সর্বভারতীয় নেতা রবীন দেব।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২ 
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।