নভেম্বর ১১, ২০২৩ ১৫:২০ Asia/Dhaka
  • কানাডায় খালিস্তানি কার্যকলাপ নিয়ে মার্কিন সরকারের কাছে ভারতের উদ্বেগ প্রকাশ

ভারত কানাডায় বিচ্ছন্নতাবাদী খালিস্তানিদের ক্রমবর্ধমান তৎপরতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার গভীর উদ্বেগের কথা জানিয়েছে।   

গতকাল (শুক্রবার) দিল্লিতে 'টু প্লাস টু' পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত তার উদ্বেগের কথা তুলে ধরেছে। পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আমাদের উদ্বেগগুলো খুব স্পষ্ট করে দিয়েছি। 'টু প্লাস টু' মন্ত্রী পর্যায়ের আলোচনায়, মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বাস্তবসম্মত আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘একদিকে আমরা কৌশলগত অংশীদারিত্ব ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছি। অন্যদিকে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, দক্ষিণ এবং এশিয়ার পরিস্থিতি এবং ইউক্রেনের যুদ্ধ নিয়েও আমাদের মত বিনিময় হয়েছে।’  

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের ভবিষ্যতের স্বার্থ সুরক্ষিত করার লক্ষ্যে আরও অনেক কাজ বাকি। আর সেই জন্যই আমরা কোয়াড-এর মাধ্যমে অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গেও দ্বিপক্ষীয় অংশীদারিত্ব শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছি।’  

গত জুনে কানাডায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরকে হত্যার বিষয়ে গত সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্যে পড়ে। কানাডার সংসদে ট্রুডো বলেছিলেন, নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় ‘এজেন্ট’দের হাত রয়েছে। কানাডার ওই অভিযোগ খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। উভয়পক্ষ থেকে সে সময়ে প্রথমে কানাডা এবং পড়ে ভারতের পক্ষ থেকে একজন করে কূটনীতিককে বহিষ্কার করা হয়। কানাডার অভিযোগের পাল্টা জবাবে তাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ জানায় ভারত। অভিযোগ- ভারতে যে সংগঠন নিষিদ্ধ, তার সদস্যেরা কানাডায় আশ্রয় পেয়েছেন সহজেই।    

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরকে হত্যার বিষয়ে ভারতের বিরুদ্ধে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর অভিযোগের কিছুদিন পর, ভারত সাময়িকভাবে কানাডিয়ান নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করে এবং সমতা নিশ্চিত করতে অটোয়াকে দেশে তার কূটনৈতিক উপস্থিতি কমাতে বলে। কানাডা ইতোমধ্যেই ভারত থেকে ৪১ জন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে, ভারত কিছু ক্ষেত্রে ভিসা পরিসেবা পুনর্বহাল করেছে।    #

এমএএইচ

 

ট্যাগ