প্রধানমন্ত্রী মোদী ‘ওবিসি’ শ্রেণীকে দেশে অংশ দিতে চান না : রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i130816-প্রধানমন্ত্রী_মোদী_ওবিসি’_শ্রেণীকে_দেশে_অংশ_দিতে_চান_না_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলেছেন, মোদী ‘ওবিসি’ (অন্যান্য অনগ্রসর শ্রেণি) শ্রেণীকে দেশে অংশ দিতে চান না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৫, ২০২৩ ১৮:৩১ Asia/Dhaka
  • রাহুল গান্ধী
    রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলেছেন, মোদী ‘ওবিসি’ (অন্যান্য অনগ্রসর শ্রেণি) শ্রেণীকে দেশে অংশ দিতে চান না।

তিনি আজ (বুধবার) ছত্তিশগড়ে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। রাহুল গান্ধী বলেন, ‘যেদিন আমি জাত শুমারি নিয়ে কথা বলতে শুরু করলাম, প্রধানমন্ত্রী মোদী নতুন ধরনের বক্তব্য দিতে শুরু করলেন। আগে বলতেন- আমি ‘ওবিসি’ সম্প্রদায়ের। এখন বলা হচ্ছে দেশে জাত নেই, দেশে শুধু গরীব মানুষ আছে। কারণ, প্রধানমন্ত্রী মোদী ওবিসি শ্রেণীকে দেশে অংশ দিতে চান না।’ 

রাহুল গান্ধী বলেন, ‘দেশের ‘ওবিসি’ জনসংখ্যা হল ৫০ শতাংশ। দেশের শীর্ষ ৯০ জন কর্মকর্তার মধ্যে মাত্র ৩ জন কর্মকর্তা ‘ওবিসি’ সম্প্রদায়ের! ভারত সরকার যদি একশো টাকা খরচ করে, তাহলে ‘ওবিসি’ কর্মকর্তারা মাত্র ৫ টাকা খরচের সিদ্ধান্ত নিতে পারেন। জনসংখ্যা আপনাদের ৫০ শতাংশ। কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন মাত্র ৫ টাকার। অন্যদিকে নরেন্দ্র মোদী বলছেন ‘ওবিসি’র সরকার চলছে!’   

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী কোটিপতিদের ১৪ লাখ কোটি টাকা মওকুফ  করেছেন, কিন্তু কৃষকদের ঋণ মওকুফ করেননি। পাঁচ বছর আগে আমরা বলেছিলাম, ছত্তিশগড়ের কৃষকদের ঋণ মওকুফ করা হবে এবং কয়েক লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে। আমরা আবারও কৃষকদের ঋণ মওকুফের প্রতিশ্রুতি দিচ্ছি এবং ঋণ মওকুফ করে দেখাব।’   

এদিকে, ছত্তিশগড়ে নির্বাচনের আগে রাজ্য কংগ্রেস নেতা সুশীল আনন্দ শুক্লা বিজেপির সাবেক মুখ্যমন্ত্রী রমন সিং সরকারের ১৫ বছরের মেয়াদে ১ লাখ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তুলে বলেছেন, এই দুর্নীতির অর্থ দিল্লী, লখনউ, নাগপুর ও গুজরাটে যেত।

সুশীল আনন্দ শুক্লা বলেন, বিজেপি ১৫ বছর ধরে রাজ্যে সরকারে ছিল। রমন রাজের আমলে এক লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছিল, আমরা বহুবার বলেছি। রিকেশ সেনের তথ্যের মাধ্যমে আমাদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রমন সরকারের আমলে দুর্নীতির টাকা, অমিত শাহ, প্রয়াত ড. জেটলির মতো নেতাদের কাছেও যেত বলেও অভিযোগ করেছেন সুশীল আনন্দ শুক্লা। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৫   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।