নভেম্বর ১৬, ২০২৩ ১৯:০৩ Asia/Dhaka
  • মেয়েদের জন্য ফ্রি স্কুটি, বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি বিজেপির,  বিভিন্ন ইস্যুতে মোদীকে কটাক্ষ রাহুলের

রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হিন্দুত্ববাদী বিজেপি আজ একগুচ্ছ প্রতিশ্রুতি সম্বলিত ইশতেহার প্রকাশ করেছে।

আজ (বৃহস্পতিবার) বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা দলীয় ইশতেহার বা সঙ্কল্পপত্র প্রকাশ করেন। রাজস্থানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর। বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, অন্যান্য দলের জন্য ইশতেহার একটি আনুষ্ঠানিকতা কিন্তু বিজেপির জন্য এটি উন্নয়নের একটি রোড ম্যাপ। আমাদের ইতিহাস এর সাক্ষী, আমরা যা বলেছি তাই করেছি এবং যা বলিনি, তাও করেছি।

অন্যদিকে, আজ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি রাজস্থানে এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোট  বাতিল, করোনা সংক্রমণসহ বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করেছেন। তিনি আজ বলেন,  ‘নরেন্দ্র মোদীজি নোট বাতিল করেছিলেন। এখানে কারও কী নোট বাতিলের ফলে সুবিধা হয়েছে? কেউ কী বলতে পারবেন যে হ্যাঁ নোট বাতিলের ফলে আমার সুবিধা হয়েছে? কালো টাকা শেষ হয়েছে? নরেন্দ্র মোদী বলেছিলেন, কালো টাকা নির্মূল না হলে আমাকে আপনারা ফাঁসি দিয়ে দেবেন। মনে আছে আপনাদের? কেঁদে উঠে তিনি ফাঁসিতে ঝোলাতে বলেছিলেন। করোনোর সময়ে নরেন্দ্র মোদীজি আপনাদের  মোবাইল ফোনের আলো জ্বালাতে, তালি বাজাতে বলেছিলেন, মনে আছে আপনাদের? এভাবে তিনি আজ প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন।

অন্যদিকে, আজ প্রকাশিত বিজেপির ইশতেহারে বলা হয়েছে, প্রত্যেক জেলায় মহিলা থানা খোলা হবে। দ্বাদশ শ্রেণি পাশ মেয়েদের জন্য বিনামূল্যে স্কুটার প্রকল্প শুরু হবে। কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা। মহিলাদের নিরাপত্তার জন্য প্রত্যেক জেলায় অ্যান্টি রোমিও স্কোয়াড চালু করা হবে। যারা পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ তদন্তকারী টিম ‘সিট’  গঠন করা হবে। মাতৃত্ব বন্দনা প্রকল্পের অধীনে  মহিলাদের দেওয়া ৫ হাজার টাকা বাড়িয়ে ৮ হাজার টাকা করা হবে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন,  ‘কেন্দ্রীয় সরকার রাজস্থানে ৪৪ হাজার কোটি টাকা খরচ করেছে। ১১ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে। রেলওয়ে দফতর রাজস্থানের বাজেট ১৪ গুণ বাড়িয়েছে। ভারত সরকার রাজস্থানের জন্য যা করা সম্ভব করেছে। রাজস্থানকে বন্দে ভারত এক্সপ্রেস দেওয়া হয়েছে।’ ‘আমরা চাই রাজস্থানে ডাবল ইঞ্জিন সরকার (কেন্দ্রীয় ও রাজ্যে বিজেপি সরকার) গঠন করা হোক বলেও মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 

এদিকে, আজ কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট  বলেছেন, ‘আমাদের স্থানীয় ইস্যু এবং উন্নয়ন নিয়ে নির্বাচন করতে হবে। বিজেপি আমাদের নীতির কথা বলে না। তারা শুধু মিথ্যা অভিযোগ করছে। আমি মনে করি তারা ভয় পেয়েছে। জনগণ বর্তমান সরকারের পুনরাবৃত্তি করার মেজাজে  রয়েছে।’  বলেও মন্তব্য করেছেন রাজস্থানে কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গেহলট। #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৬  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

  

 

 

ট্যাগ