বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু
https://parstoday.ir/bn/news/india-i131396-বিধানসভার_শীতকালীন_অধিবেশন_থেকে_সাসপেন্ড_হলেন_বিজেপি_বিধায়ক_শুভেন্দু
পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২৮, ২০২৩ ১৮:৩৭ Asia/Dhaka
  • বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে।

আজ (মঙ্গলবার) বিধানসভার গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়। এর আগে ২০২২ সালের ২৮ মার্চ শুভেন্দু অধিকারীসহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল।

আজ বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাসপেনশন প্রস্তাব আনেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাবে সম্মত হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।  

বিধানসভার বাইরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ও বিজেপির অন্যদেরকে টার্গেট করে বলেন, ‘এটা অবাঞ্ছিত ঘটনা। রাস্তার গলির মোড়ে যে চিৎকার করা যায়, সেটা বিধানসভায় করা যায় না। ওদের সেই সেন্সটা গ্রো করা উচিত। যারা বিরোধী দলের আছেন তাদের কাছে বলবো এ ধরণের আচরণ তারা যেন না করেন। এদিকে, সংবিধানের কথা বলবেন, অন্যদিকে সংবিধান অবমাননা করবেন এটা সঠিক নয়।’

অন্যদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিজেপি। আজই বিধানসভার সচিব সুকুমার রায়ের ঘরে গিয়ে স্পিকারের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি পরিষদীয় দল। তারা একগুচ্ছ অভিযোগ করেছেন স্পিকারের বিরুদ্ধে।

জানা গেছে, আজ বিধানসভায় বিজেপি ত্যাগ করে তৃণমূলে যাওয়া বিধায়কদের  প্রসঙ্গে মন্তব্য করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, বিজেপির টিকিটে জয়ী, কিন্তু তৃণমূলে যোগ দেওয়া বিধায়কদের স্পিকার বিজেপি বিধায়ক বলেন। তার এই মন্তব্যের অংশ রেকর্ড থেকে বাদ দিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সতর্ক করেন স্পিকার। একইসঙ্গে জানান, বিধানসভার নথিতে বিধায়কের নাম যে দলের হিসেবে উল্লেখ রয়েছে তিনি সেটাই বলেন। এ সময়ে আচমকা নিজের আসন ছেড়ে উঠে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে থাকা একগোছা কাগজ স্পিকারের দিকে নিক্ষেপ করার চেষ্টা করেন বলে অভিযোগ। তেড়ে যান স্পিকারের দিকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সতর্ক করে বলেন, ‘আপনি স্পিকারের সঙ্গে এ ধরণের আচরণ করতে পারেন না।’অভিযোগ- পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী বলেন, ‘আবার করব। বেশ করব।’এর পরই অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিরোধী দলনেতাসহ অন্যান্য বিজেপি বিধায়করা।  

ওই ঘটনায় স্পিকারের বিরুদ্ধে অসংসদীয় ও অসম্মানজনক আচরণের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাসপেনশন মোশন আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শাসকদলের অন্য বিধায়করা তাতে সমর্থন জানান। বিধানসভার গোটা শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।  #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৮    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন