নিউইয়র্কে মামদানির জয়; ইসরাইলের অর্থনৈতিক স্বার্থের জন্য নয়া হুমকি
-
নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি
পার্সটুডে-নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে ভারতীয় বংশোদ্ভূত একজন প্রগতিশীল রাজনীতিবিদ জোহরান মামদানি'র নির্বাচিত হবার ঘটনা বিশ্বজুড়ে রাজনৈতিক মহল ও মিডিয়ায় ব্যাপক প্রভাব ফেলেছে।
ইসরাইলি বিশেষজ্ঞরা নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে জোহরান মামদানি'র নির্বাচনকে বিশ্বব্যাপী তেল আবিবের অর্থনৈতিক ও বৈজ্ঞানিক স্বার্থের জন্য একটি কৌশলগত আঘাত বলে মনে করেন। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির জয় বিশেষ করে ইসরাইলি মিডিয়াসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রভাব ফেলেছে। মার্কিন-ইসরাইল সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক এইতান জেলবো এই ঘটনাকে "আমেরিকার ইহুদি সম্প্রদায়ের জন্য একটি বিপর্যয়" বলে বর্ণনা করেছেন এবং সতর্ক করেছেন যে, নতুন মেয়র ইসরাইলি প্রতিষ্ঠানগুলোতে নিউইয়র্কের বিনিয়োগ বন্ধ করতে এবং ইসরাইলি বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে বৈজ্ঞানিক সহযোগিতা বাতিল করতে পারেন।
জেলবো মনে করেন ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল শাখার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মামদানী আমেরিকার রাজনীতিতে ইহুদি-বিরোধী ধারার প্রতিনিধিত্ব করেন এবং তরুণদের মধ্যে তার ক্রমবর্ধমান প্রভাব ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে সম্পর্কের ভবিষ্যত পাল্টে দিতে পারে। তিনি ইসরাইল এবং মার্কিন ইহুদি নেতাদের নতুন মেয়রের সম্ভাব্য নীতি মোকাবেলা করার জন্য একটি আইনি ও অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করার এবং প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে, আমেরিকার ইহুদিবাদী-ইহুদি সংগঠনগুলোও একটি যৌথ বিবৃতি জারি করে মামদানীর ইহুদি-বিরোধী অবস্থান সম্পর্কে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। সেইসাথে তারা সতর্ক করে দিয়ে বলেছে তার নির্বাচন ওয়াল স্ট্রিট এবং নিউ ইয়র্কের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের অবস্থানকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।
বিশ্লেষকরা বলছেন বিশ্বের আর্থিক কেন্দ্র হিসেবে নিউইয়র্কের অবস্থান বিবেচনা করে, ইসরাইলের সাথে সম্পর্কিত বিনিয়োগের ওপর যে-কোনো বিধিনিষেধ আন্তর্জাতিকভাবে তাদের অর্থনৈতিক প্রভাবকে দুর্বল করতে পারে। অতএব, মামদানীর বিজয় স্থানীয় কোনো ঘটনার চেয়ে অনেক উর্ধ্বে তেল আবিবের জন্য একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ভূমিকম্প হিসেবে দেখা হচ্ছে।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।