গঙ্গার পানি দিয়ে তৃণমূলের ধর্নাস্থল শুদ্ধিকরণ করলেন বিজেপি বিধায়করা!
পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে তৃণমূলের ধর্নাস্থল গঙ্গার পানি দিয়ে শুদ্ধিকরণ করেছেন বিজেপি বিধায়করা। এর পর তারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গান।
আজ (শুক্রবার) গোটা কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এ দিন মাথায় গামছা দিয়ে পিতলের কলসিতে গঙ্গার পানি নিয়ে বিজেপি বিধায়করা আম্বেদকরের মূর্তির পাদদেশে উপস্থিত হন। সেই সঙ্গে চলে রাজ্য সরকারের বিরুদ্ধে শ্লোগান। এরপর বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশ গঙ্গার পানি দিয়ে পরিষ্কার করেন। এখানে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধর্না-অবস্থান করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। আজ ওই স্থান শুদ্ধিকরণের পর জাতীয় সঙ্গীত গান বিজেপি বিধায়করা।
বিজেপি বিধায়কদের বিরুদ্ধে সম্প্রতি জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ করেছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল। সেই আবহে বিজেপি বিধায়কদের জাতীয় সঙ্গীত গাওয়া তাৎপর্যপূ্র্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'বিআর আম্বেদকরের মূর্তির নীচে ধর্না দিয়ে অপবিত্র করে গিয়েছে চোরেরা। হিন্দু সনাতন সংস্কৃতি মেনে কাঁসার কলসে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করেছি। চোর মমতা অপবিত্র করেছিল এই জায়গাটা।'
প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভা চত্বরে তৃণমূলের ধর্না-অবস্থান চলাকালীন জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে ১২ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গাসহ ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোলকাতা পুলিশ এফআইআর করেছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারা এবং জাতীয় সঙ্গীত অবমাননা প্রতিরোধ আইনের অধীনে এফআইআর দায়ের করা হয়েছে।
তৃণমূলের দাবি, ধর্নায় বসে তাদের বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, সেই সময় শ্লোগান দিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে বিজেপি। এ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগও জানানো হয়। পরবর্তীতে বিধানসভার সচিব সুকুমার রায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। ওই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি- এটি বেআইনি এফআইআর, তারা এই এফআইআর বাতিল করতে আদালতে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতার অপব্যবহার করে এফআইআর দায়ের করেছেন বলেও মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।