ডিসেম্বর ০২, ২০২৩ ১৮:৩০ Asia/Dhaka
  • পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রসঙ্গে কংগ্রেস ও বিজেপির পাল্টাপাল্টি দাবি

ভারতে সম্প্রতি যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, তার মধ্যে চারটি রাজ্যের ফল ঘোষণা হবে আগামীকাল (রোববার)। সোমবার আরেকটি রাজ্যের ফল ঘোষণা হবে।

তার আগে নির্বাচনী ফল প্রসঙ্গে কংগ্রেস ও বিজেপি নিজেদের জয় সম্পর্কে পাল্টাপাল্টি দাবি জানিয়েছে। গত ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর ভোট গ্রহণের মধ্য দিয়ে তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান, মধ্য প্রদেশ এবং মিজোরাম রাজ্যে নির্বাচন-পর্ব শেষ হয়। 

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে দাবি করেছেন, কংগ্রেস দল তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্য প্রদেশে সরকার গঠন করবে। প্রসঙ্গত, আগামীকাল (রোববার) তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্য প্রদেশ অর্থাৎ ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। মিজোরাম বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী (সোমবার)।

আজ (শনিবার) কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে ৪ রাজ্যে কংগ্রেস সরকার গঠন করবে বলে দাবি জানিয়েছেন। এর আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন, ৫ রাজ্যেই সরকার গঠন করবে বিজেপি।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রসঙ্গে কংগ্রেস নেতা গৌরব গগৈ এমপি বিজেপি বিরোধী 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা ‘I.N.D.I.A’ জোটের সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে পাঁচ রাজ্যের নির্বাচন I.N.D.I.A জোটকে অনেক শক্তি দিয়েছে। আগামীকাল I.N.D.I.A জোটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে। আগামীকাল নির্বাচনের ফল ঘোষণার পর আমরা আরও গতি পাব। জোটকে তার ভবিষ্যত পথের জন্য প্রস্তুত থাকতে হবে।’

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, তারা আত্মবিশ্বাসী যে আগামীকাল ভোট গণনার পরে, বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মধ্য প্রদেশে সরকার গঠন করবে।

মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং অবশ্য বলেছেন, তারা মধ্য প্রদেশে সরকার গঠন করতে চলেছেন। তিনি বলেন, আমরা ১৩০ টিরও বেশি আসন জিতব। রাজনীতি নয়, বিজেপি ব্যবসা করে বলেও কটাক্ষ করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং।

রাজস্থান বিজেপির সভাপতি সিপি যোশি দলের জয় সম্পর্কে বলেছেন, ‘কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন। ১৩৫টি আসন নিয়ে সরকার গঠন করবে বিজেপি। প্রধানমন্ত্রীর প্রতি মানুষের অটুট আস্থা ছিল। কংগ্রেসের প্রতি জনমনে ক্ষোভও ছিল। কংগ্রেসের বিদায় নিশ্চিত।’

প্রসঙ্গত, রাজস্থানে বর্তমানে কংগ্রেস সরকার ক্ষমতায় রয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালের দাবি- রাজস্থানে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হবে। বিজেপির জয় নিয়ে কোনও সন্দেহ নেই৷   

অন্যদিকে, আজ মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি তেলেঙ্গানায় ক্ষমতাসীন বিআরএস সরকারের সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন, ইনশাআল্লাহ্‌ বিআরএস নিজেদের শক্তিতে রাজ্যে সরকার গঠন করবে। একইসঙ্গে তেলেঙ্গানায় মিমের ৯ প্রার্থীর সকলেই জয়ী হবে বলেও মন্তব্য করেছেন ওয়াইসি। #     

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

   

ট্যাগ