তেলেঙ্গানায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত
https://parstoday.ir/bn/news/india-i131640-তেলেঙ্গানায়_প্রশিক্ষণ_বিমান_বিধ্বস্ত_হয়ে_২_পাইলট_নিহত
 তেলেঙ্গানায় ভারতীয় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় দুই পাইলট নিহত হয়েছেন। আজ (সোমবার) সকালে বিমানটি বিধ্বস্ত হয়। 
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২৩ ১৫:২২ Asia/Dhaka
  • তেলেঙ্গানায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

 তেলেঙ্গানায় ভারতীয় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় দুই পাইলট নিহত হয়েছেন। আজ (সোমবার) সকালে বিমানটি বিধ্বস্ত হয়। 

বিমান বাহিনী সূত্রে প্রকাশ- বিমানটিতে দু’জন পাইলট ছিলেন। এর মধ্যে একজন প্রশিক্ষক ছিলেন যিনি নতুন ক্যাডেটকে বিমান ওড়ানো শেখাচ্ছিলেন। আজ সকালে ডিন্ডিগুলের এয়ার ফোর্স একাডেমি থেকে বিমানটি উড্ডয়ন করে এবং সকাল ৯ টা নাগাদ এটি বিধ্বস্ত হয়। স্থানীয় লোকজন জানায়, কয়েক মিনিটের মধ্যেই বিমানটি পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।  
জানা গেছে গত ৮ মাসের মধ্যে এটি বিমান বাহিনীর তৃতীয় বিমান দুর্ঘটনা। এর আগে জুন মাসে শিক্ষানবিশ বিমান কিরণ বিধ্বস্ত হয়েছিল। মে মাসে মিগ-২১ বিমান বিধ্বস্ত হলে তিনজন নিহত হয়েছিলেন।  
এদিকে, আজ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বার্তায় বলেন, হায়দরাবাদের কাছে দুর্ঘটনার খবর জেনে দুঃখিত। এটা খুবই দুঃখজনক যে দুই পাইলট প্রাণ হারিয়েছেন। শোকের এই মুহূর্তে আমার সমবেদনা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আছে।  
প্রসঙ্গত, গত ১ জুন, ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কর্ণাটকের  চামরাজানগর জেলার ভোগপুরা গ্রামে একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। এতে থাকা দুই পাইলট প্যারাসুট ব্যবহার করে সফলভাবে বিমান থেকে বের হতে সমর্থ হয়েছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বিমান বাহিনী তদন্তের নির্দেশ দিয়েছিল। 
এছাড়া গত ৮ মে রাজস্থানের হনুমানগড়ের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে তিনজন নিহত হন। বিমানটি সুরাতগড়ের এয়ার ফোর্স স্টেশন থেকে উড্ডয়ন করেছিল। আচমকা সেটি বিকল হয়ে যায়। এরপর বহলোল নগর এলাকার একটি বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়লে সেখানে থাকা তিন নারী নিহত হন। বিমানে থাকা দু’জন পাইলট অবশ্য নিরাপদে বের হয়ে আসতে সমর্থ হওয়ায় প্রাণে বেঁচে যান।    #

এমএএইচ