বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে; শেখ হাসিনার রায় ঘিরে উত্তেজনা
https://parstoday.ir/bn/news/world-i154046-বাংলাদেশ_পাকিস্তান_প্রতিরক্ষা_সহযোগিতা_বাড়ছে_শেখ_হাসিনার_রায়_ঘিরে_উত্তেজনা
পার্সটুডে- পাকিস্তানের নৌবাহিনীর প্রধান ঢাকা সফরকালে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করেছেন এবং সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
(last modified 2025-11-15T08:22:24+00:00 )
নভেম্বর ১৫, ২০২৫ ১৩:৩৮ Asia/Dhaka
  • বাংলাদেশের বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন (বামে) ও পাকিস্তানের নৌ বাহিনীর প্রধান নাভিদ আশরাফ
    বাংলাদেশের বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন (বামে) ও পাকিস্তানের নৌ বাহিনীর প্রধান নাভিদ আশরাফ

পার্সটুডে- পাকিস্তানের নৌবাহিনীর প্রধান ঢাকা সফরকালে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করেছেন এবং সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নৌবাহিনীর গণসংযোগ দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে- পাকিস্তান নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল নাভিদ আশরাফ সরকারি সফরে বাংলাদেশে গিয়ে দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

নাভদ আশরাফ আলাদাভাবে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর স্টাফ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন। এসব বৈঠকের মূল বিষয় ছিল দুই পক্ষের পেশাগত ইস্যু, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বিস্তারের সুযোগ ও সম্ভাবনা। উভয় পক্ষ পারস্পরিক সামরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পাকিস্তান নৌবাহিনী প্রধান বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ ও নৌবাহিনী একাডেমি পরিদর্শন করেন এবং উচ্চমানের প্রশিক্ষণের প্রশংসা করেন। তিনি আধুনিক নৌশিক্ষা ও বিশেষায়িত দক্ষতা উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

 উল্লেখ্য, ইসলামাবাদ–ঢাকা সম্পর্ক উন্নতির পর এই সফর অনুষ্ঠিত হয়েছে; পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার–ও সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক প্রায় ২০ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, যা দ্বিপাক্ষিক সহযোগিতা বিস্তারে দুই দেশের অঙ্গীকারের প্রতিফলন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রায় ঘিরে উত্তেজনা বৃদ্ধি

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দরের কাছে দুটি হাতে তৈরি বোমা বিস্ফোরিত হয়, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাকর করে তোলে। যদিও কোনো প্রাণহানির খবর নেই, তবে রাজনৈতিক সহিংসতায় অস্থির রাজধানীতে এই বিস্ফোরণগুলো উদ্বেগ আরও বাড়িয়েছে।

২০২৪ সালের মাঝামাঝি ছাত্র আন্দোলন দমনে রক্তক্ষয়ী পদক্ষেপ নেওয়ার অভিযোগে ৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিচার চলছে। তিনি এখনও ভারতে অবস্থান করছেন, গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি সেদেশে পালিয়ে যান।

রায় ঘোষণার আগে ঢাকায় হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে পুলিশ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বহু কর্মীকে বোমা হামলা ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের সরকার জানিয়েছে, রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বর্ডার গার্ডের ৪০০ এর বেশি সদস্য মোতায়েন করা হয়েছে, চেকপোস্টগুলো কাজ করছে।#

পার্সটুডে/এসএ/১৫