সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য
'বিজেপি ফের ক্ষমতায় আসলে দেশের অর্থনীতি, সংস্কৃতি সবকিছু নির্মূল করে দেবে'
-
নিম্নকক্ষ লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি।
বিজেপি যদি ফের শাসন ক্ষমতায় আসে তাহলে ভারতের অর্থনীতি থেকে শুরু করে সব কিছু নির্মূল করে দেবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি।
তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ‘আইএনটিটিইউসি’র ২৫ তম প্রতিষ্ঠিত দিবসে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ আসন্ন সাধারণ নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপি সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘সবাই মিলে একসঙ্গে চলুন। সামনে বড় লড়াই। আরেকবার যদি বিজেপি ক্ষমতায় আসে, জানবেন ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের সংস্কৃতি সবকিছুকে নির্মূল করে দেবে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করবে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে টুঁটি টিপে ধরে মারবার চেষ্টা করবে। কোনো বিরোধী কণ্ঠস্বরকে তারা মাথা তুলে দাঁড়াতে দেবে না। এই ভয়ংকর দিন আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে এবং বিজেপিকে অত্যন্ত কাছ থেকে দিল্লির পার্লামেন্টে দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। একে প্রতিহত করতে বাংলাকে জাগতে হবে, বাংলাকে এগিয়ে আসতে হবে।’
বিজেপি বিরোধী 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা ‘I.N.D.I.A’ জোটের নেতাদের সতর্ক করে দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওই বড় শক্তিকে প্রতিহত করতে আমাদের ‘ইন্ডিয়া’ জোটকে জীবিত রাখতে হবে। আমি জোটের শরিকদের অনুরোধ করব যখনই কোনো সিদ্ধান্ত নেবেন, যখনই কোনো পদক্ষেপ গ্রহণ করবেন, দয়া করা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে রেখে সিদ্ধান্ত নিলে ইন্ডিয়া জোট কিন্তু সঠিক পথে এগোতে পারবে না’ বলেও মন্তব্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।