লোকসভা নির্বাচনের পর ‘ইন্ডিয়া’ জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক হবে: মমতা
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এখন থেকে তৎপরতা শুরু করেছে বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (I.N.D.I.A)। ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস সম্প্রতি ৫টি রাজ্যের নির্বাচনে আশানুরূপ ফল না করায় ‘ইন্ডিয়া’ জোটের শরিকরা তাদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছে।
আজ (সোমবার) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কংগ্রেসের মাত্র দু’টি আসন আছে কিন্তু তবুও তিনি কংগ্রেসের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত।
কংগ্রেসের সঙ্গে বিরোধী জোট সম্পর্কে তিনি বলেন, কাউকে তো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধাতে হবে। মমতা বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল, বাম এবং কংগ্রেসের মধ্যে একটি ত্রিপক্ষীয় জোট অবশ্যই সম্ভব।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের মুখ কে হবেন এমন প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পর 'ইন্ডিয়া' জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্ধারণ করা হবে। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসা প্রসঙ্গে বিজেপির দাবির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২৪-এর জন্য এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
সংসদ থেকে বিরোধী এমপিদের সাসপেন্ড করা প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে মমতা বলেন, এমন নয় যে তাদের সবাইকে সামষ্টিকভাবে বরখাস্ত করতে হবে। তারা যদি মনে করে যে সংসদ সর্বোচ্চ, তাহলে তারা ভয় পাচ্ছে কেন? তারা যদি সব সদস্যকে সাসপেন্ড করে তাহলে তারা কীভাবে তাদের আওয়াজ তুলবে? বিজেপিকে টার্গেট করে মমতা আরো বলেন, গণতন্ত্রে একটা ব্যবস্থা আছে। জনগণের আওয়াজ কে তুলবে? জনগণের কণ্ঠস্বরকে চাপা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এএএইচ/এমএআর/১৮