প্রধানমন্ত্রী মোদীর ইস্তফা দাবি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের
https://parstoday.ir/bn/news/india-i133024-প্রধানমন্ত্রী_মোদীর_ইস্তফা_দাবি_তৃণমূল_মুখপাত্র_শান্তনু_সেনের
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফার দাবি জানিয়েছেন। মণিপুরের সহিংস ঘটনা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে তিনি ওই দাবি জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৬, ২০২৪ ১৭:৩৬ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী মোদীর ইস্তফা দাবি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফার দাবি জানিয়েছেন। মণিপুরের সহিংস ঘটনা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে তিনি ওই দাবি জানান।

এ প্রসঙ্গে তিনি আজ (শনিবার) বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সবার আগে মণিপুরের দায়দায়িত্ব কাঁধে নিয়ে ইস্তফা দেওয়া উচিত। মণিপুর যেখানে মাসের পর মাস আগুন জ্বলছে। যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। যেখানে  শয়ে শয়ে মহিলাদের  ব্যাপক নির্যাতন ও ধর্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণে যাচ্ছেন; লাক্ষাদ্বীপে গেছেন কিন্তু মণিপুরে যাওয়ার সময় বা মণিপুর নিয়ে আলোচনা করার সময় তার নেই। সেজন্য সবার আগে মণিপুরের দায় নিয়ে নরেন্দ্র মোদীর ইস্তফা দেওয়া উচিত’ বলে মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি। 

শান্তনু বাবু এরপরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, আসল স্বৈরাচারীদের উদাহরণ দেখতে গেলে ভারত সরকারকে দেখতে হবে। মোদী-শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানি এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্বৈরতন্ত্র চালাচ্ছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না করে এভাবে কটাক্ষ করেন শান্তনু বাবু।

তিনি আরও বলেন, তারা বিরোধীদের কণ্ঠরোধ করছে। তারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তছনছ করে দিয়েছে। বিরোধীশাসিত রাজ্যগুলোর ওপর কখনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আক্রমণ করছে; কখনও তারা অর্থনৈতিক ব্লক করছে। এ সময়ে তিনি বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চনা করার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের তীব্র সমালোচনা করেন। 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ইডি’ কর্মকর্তারা সন্দেশখালিতে তল্লাশি চালাতে গেলে  গতকাল শুক্রবার  এক তৃণমূল নেতার অনুগামীদের  হাতে আক্রান্ত হয়েছেন। সেই ঘটনার জেরে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা  গিরিরাজ সিং বলেছেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে আর কিছু নেই। মনে হচ্ছে, সেখানে  কিম জং উনের সরকার চলছে বলেও মন্তব্য করেন গিরিরাজ সিং। পাল্টা জবাবে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি বলেছেন, প্রকৃত স্বৈরতন্ত্রের উদাহরণ এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছে, যেখানে মোদী-শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানি দেশ শাসন করছে। এভাবে তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ চলছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৬                 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।