পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী ও তৃণমূল বিধায়কের বাসায় ‘ইডি’র হানা, রাজনৈতিক মহলে ক্ষোভ
(last modified Fri, 12 Jan 2024 10:47:19 GMT )
জানুয়ারি ১২, ২০২৪ ১৬:৪৭ Asia/Dhaka
  • তাপস রায়-সুজিত বসু
    তাপস রায়-সুজিত বসু

ভারতের পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িসহ তিনটি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ (শুক্রবার) সকালে ইডি কর্মকর্তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে এসব জায়গায় হানা দেন।

এদিন মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার সাবেক পুরপ্রধান ও বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এই অভিযান বলে জানা গেছে।  

সম্প্রতি সন্দেশখালি এবং বনগাঁয় ইডি’র তল্লাশি অভিযান চলে। সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে না পারলেও বনগাঁয় তৃণমূল নেতা ও সাবেক পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করেছিল ইডি। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের রাজ্যে তৃণমূল নেতা-মন্ত্রীদের বাসায় হানা দিয়েছে ইডি।  

এদিকে, ইডির তল্লাশি অভিযানকে সমর্থন করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে কটাক্ষ করেছেন হিন্দুত্ববাদী বিজেপি নেতারা। অন্যদিকে, বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 

শুভেন্দু অধিকারী

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ- ৭০টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা দুর্নীতিতে যুক্ত। এরা এবার ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। 

অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ‘সিবিআই’র এফআইআরে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। কেন তার বাড়িতে রেইড হচ্ছে না? শুভেন্দু অধিকারী সারদা-নারদা দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ করে কেন তার বাড়িতে রেইড হচ্ছে না। বরং, বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতে এসব করা  হচ্ছে। 'রাজনীতিতে বিজেপি পারছে না, তাই এভাবে এজেন্সিকে নামানো হয়েছে, মানুষ এটা ধরতে পারছেন' বলেও মন্তব্য করেন কুণাল।

শশী পাঁজা

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সমস্ত রকম চেষ্টা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এবং তাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে, এটা জলের মতো পরিষ্কার।  

অন্যদিকে, বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষ এমপি তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, ‘স্লোগান শুনতাম ‘খেলা হবে’, ‘খেলা হবে’। এখন খেলা শুরু হয়েছে। খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়। যারা দুর্নীতি করেছে তারা তো ছাড় পাবে না। দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এ লড়াই চলছে’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি।#   

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১২