স্বৈরাচার থেকে গণতন্ত্রকে বাঁচাতে হলে বিজেপিকে হারাতে হবে : খাড়গে
-
কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
স্বৈরাচার থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হলে বিজেপিকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
গতকাল (বুধবার) রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয়। জমি জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে জেএমএম নেতা হেমন্ত সোরেনের। ৬০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাকে গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন, ‘নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন। আমাদের সবাই চোর। আর আপনারা সাধু? চোরেদের জমিদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে, তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় থাকবে না। সব উধাও হয়ে যাবে।'
ওই ইস্যুতে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলেন, যিনি মোদীজির সঙ্গে যাননি, তিনি জেলে যাবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ইডি আরোপ করা এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা ফেডারেলিজমের উপর আঘাত। অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)- এর বিধান কঠোর করে বিরোধী নেতাদের ভয় দেখানো বিজেপির টুল কিটের অংশ। ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক বিরোধী দলীয় সরকারকে অস্থিতিশীল করার কাজ চালিয়ে যাচ্ছে বিজেপি। বিজেপির ওয়াশিং মেশিনে যিনি চলে গেছেন, তিনি শুভ্রতার আভায় পরিষ্কার, যিনি যাননি তিনি কী দাগী?
কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি সারা দেশে বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলোর পদক্ষেপের সমালোচনা করেছেন। গতকাল গভীর রাতে এক বার্তায় বলেছেন, 'ইডি, সিবিআই, আইটি ইত্যাদি আর সরকারি সংস্থা নয়, এখন তারা বিজেপির ‘বিরোধী নির্মূল সেল’-এ পরিণত হয়েছে। দুর্নীতিতে নিমজ্জিত বিজেপি নিজেই ক্ষমতার আবেশে গণতন্ত্রকে ধ্বংস করার অভিযান চালাচ্ছে।
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।