ভারতে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে সুপ্রিম রায়, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন স্বামী
ভারতে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক, অবিলম্বে বন্ধ করা উচিত। এরফলে দেশে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি বড় ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আজ (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক, অবিলম্বে বন্ধ করা উচিত। এরফলে দেশে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি বড় ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন। সুব্রহ্মণ্যম স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, আমি মনে করি প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ করা উচিত। কারণ, নির্বাচনী বন্ড একটি বোকা ধারণা ছিল এবং এটি একটি বিশাল কেলেঙ্কারিতে পরিণত হয়েছিল। এটি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বিজেপির দাবিকে ক্ষতিগ্রস্ত করে। দলের স্বার্থে প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ করা উচিত। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন।
নির্বাচনী বন্ড ইস্যুতে প্রধান বিচারপতি আজ বলেন, এই প্রকল্প অসাংবিধানিক। তাই এটি বাতিল করা উচিত। এই প্রকল্প নাগরিকদের তথ্যের অধিকার আইন লঙ্ঘন করে। এ ছা়ড়াও এই প্রকল্পের মাধ্যমে সংবিধানের ১৯(১)(ক) অনুচ্ছেদের অধীনে বাক্ এবং মত প্রকাশের স্বাধীনতাও লঙ্ঘন করে। এই বিষয়ে একাধিক পর্যবেক্ষণের পাশাপাশি সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দেয়, যে ব্যাঙ্কগুলো নির্বাচনী বন্ড দিতো, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এর পাশাপাশি নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদানের বিশদ তথ্য জাতীয় নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে।
বন্ড আনা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল নির্বাচনে কালো টাকার প্রবশে বন্ধ হবে। তাই ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার নির্বাচনী বন্ড প্রকল্প চালু করে। কিন্তু সেই প্রকল্পে অস্বচ্ছতা রয়েছে অভিযোগ করেছিল বিরোধীরা। সুপ্রিম কোর্ট বলেছেন নির্বাচনী বন্ড প্রকল্প কালো টাকা আটকানোর একমাত্র উপায় হতে পারে না। অন্য অনেক বিকল্প রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ- ১৫ দিনের মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে নেওয়া টাকা অনুদানদাতাকে ফেরত দেবে রাজনৈতিক দলগুলো। একইসঙ্গে নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য আগামী ৬ মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে দেবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।#
পার্সটুডে/এমএএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।