জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিরপেক্ষ থাকতে বলল ইরান; আমেরিকাকে ব্রাজিলের হুঁশিয়ারি
-
আমির সাঈদ ইরাভানি
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কোনো রাজনৈতিক বা একপেশে উদ্দেশ্যে অপব্যবহার করা উচিৎ নয়।
পার্সটুডে জানিয়েছে- শুক্রবার সাঈদ ইরাভানি বলেন, জাতিসংঘ সনদ বর্তমানে আগ্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক অপব্যবহারের কারণে বড় ধরণের পরীক্ষার সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদকে তার দায়িত্ব নিরপেক্ষ, কার্যকর ও পক্ষপাতহীনভাবে পালন করতে হবে এবং কোনো রাষ্ট্র যেন প্রতিষ্ঠানকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা বিকৃত করতে পারবে না।
জাতিসংঘ: গাজা যুদ্ধ আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করার দৃষ্টান্ত
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছে। তিনি আরও বলেন, জাতিসংঘ গত ৮০ বছর ধরে শান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাশিয়া, চীন ও ইরান: ৩ ইউরোপীয় দেশের "স্ন্যাপব্যাক" ম্যাকানিজম আইনগতভাবে ত্রুটিপূর্ণ
জাতিসংঘে নিযুক্ত রাশিয়া, চীন ও ইরানের রাষ্ট্রদূতেরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের উদ্দেশে পাঠানো এক চিঠিতে বলেছেন- ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের তথাকথিত “স্ন্যাপব্যাক” ম্যাকানিজম আইনি ও প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ এবং তা আসলে অবৈধ।
স্পেনে গাজার যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগের তদন্ত শুরু
স্পেনের জাতীয় আদালত ঘোষণা করেছে, দেশটির ইস্পাত কোম্পানি “সিডিনোর”–এর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই কর্মকর্তারা ইসরায়েলি অস্ত্র কোম্পানিকে ইস্পাত সরবরাহ করে অপরাধে সহায়তা করেছেন।
ফিলিস্তিনি নেতা: গাজার অস্ত্র ইস্যুতে জাতীয় ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রয়োজন
ফিলিস্তিনের ন্যাশনাল ইনিশিয়েটিভ দলের মহাসচিব মুস্তফা আল-বারগুসি শুক্রবার বলেছেন, গাজা পরিচালনার ক্ষেত্রে কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। অস্ত্রসংক্রান্ত বিষয়টি জাতীয় ঐক্যের কাঠামোর মধ্যে এবং বিভিন্ন প্রতিরোধ সংগঠনের মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হতে হবে।
পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত
ইসরায়েলি সেনা ও চরমপন্থী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে রাতে অভিযান চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে। জেনিন, নাবলুস ও তুলকারাম এলাকায় হামলার খবর পাওয়া গেছে; এছাড়াও রামাল্লাহ শহরে গাড়িতে আগুন দেওয়া ও ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
ব্রাজিলের সতর্কবার্তা: মার্কিন উসকানি দক্ষিণ আমেরিকাকে অস্থিতিশীল করবে
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার উপদেষ্টা সেলসো আমোরিম শুক্রবার বলেছেন, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা পুরো দক্ষিণ আমেরিকাকে বিপজ্জনকভাবে অস্থিতিশীল করবে এবং ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট: “আমরা মাথা নত করব না”
যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘোষণা করেছেন, তিনি পিছু হটবেন না এবং নিজের পথ অব্যাহত রাখবেন। তিনি বলেন, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এক বিরাট দ্বিচারিতা, কারণ কলম্বিয়া বহুদিন ধরেই মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
ফ্রান্স ইউক্রেনকে নতুন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দেবে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, ইউক্রেনকে নতুন মিরাজ যুদ্ধবিমান ও অ্যাস্টার ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। এছাড়া, অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া হবে।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।