গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে অবস্থান পাল্টেছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/india-i134712-গাজায়_যুদ্ধবিরতির_প্রশ্নে_অবস্থান_পাল্টেছে_আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে নিজেদের অবস্থান পাল্টেছে। এ কারণে আমেরিকা যুদ্ধবিরতির বিষয়ে আলজেরিয়ার তৈরি করা একটি খসড়া প্রস্তাবের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ২০:১০ Asia/Dhaka
  • গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে অবস্থান পাল্টেছে আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে নিজেদের অবস্থান পাল্টেছে। এ কারণে আমেরিকা যুদ্ধবিরতির বিষয়ে আলজেরিয়ার তৈরি করা একটি খসড়া প্রস্তাবের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

আলজেরিয়ার খসড়া প্রস্তাবে গাজা উপত্যকার ব্যাপক জনবহুল রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এ প্রস্তাবে বলা হয়েছে, ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনে রাফায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে এবং বহু ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি ও ভিটেমাটি ছেড়ে প্রতিবেশী মিশরে চলে যেতে বাধ্য হবে।

আলজেরিয়ার খসড়া প্রস্তাবে আরো বলা হয়েছে, ইসরাইল যদি রাফায় আগ্রাসন চালায় তাহলে তাতে মারাত্মকভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে। চলমান বাস্তবতায় কোনভাবে এই ধরনের স্থল অভিযান চালানো উচিত হবে না।

আলজেরিয়ার এই প্রস্তাবের ব্যাপারে আমেরিকা এর আগে বিরোধিতা করেছে। এছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রশ্নে দুই দফা ভেটো দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেছিলেন, আলজেরিয়া এই প্রস্তাব উত্থাপন করলে তাতে তিনি ভেটো দেবেন।

জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রায় সব মহল থেকে রাফাহ শহরে আগ্রাসন চালানোর বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করা হয়েছে। কিন্তু ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহরে আগ্রাসন চালানোর বিষয়ে অনড় অবস্থান গ্রহণ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন