দিল্লিতে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা না থাকলে ‘আপ’ সরকারের ভেঙে দিত বিজেপি : কেজরিওয়াল
(last modified Fri, 08 Mar 2024 12:17:42 GMT )
মার্চ ০৮, ২০২৪ ১৮:১৭ Asia/Dhaka
  • অরবিন্দ কেজরিওয়াল
    অরবিন্দ কেজরিওয়াল

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আজ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছে আম আদমি পার্টি (আপ)। আজ (শুক্রবার) দিল্লিতে দলটির আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন।

এ সময়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বক্তব্যে বলেন, দিল্লি বিধানসভায় বড় সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য আমি কিছু কাজ করতে পারছি, ওদের বিরুদ্ধে লড়তে পারছি। যদি ৭০ আসনের মধ্যে ৪০ আসন দিতেন তাহলে বিজেপির লোকেরা আমাদের সরকার ভেঙে দিতো, সরকারের পতন ঘটাত, বিধায়ক কিনে নিত, ভয় দেখাতো। এটা আপনাদের দোয়া, আশীর্বাদ, কৃপা ও ভালোবাসা যে আপনারা ৭০ আসনের মধ্যে আমাদের ৬২ আসন দিয়েছেন। যেভাবে বিধানসভায় আমার হাত শক্তিশালী করেছেন, সেভাবে সংসদেও আমার হাতকে শক্তিশালী করুন।’

তিনি বলেন, আমি দিল্লির প্রত্যেকটি পরিবারের সন্তান। দিল্লির হয়ে একাই লড়ছি। ইন্ডিয়া জোটের সাতজন এমপি থাকলে তারাও দিল্লির হয়ে লড়বে। বিজেপির লোকেরা দিল্লির মানুষের ভোট চায় না। বিজেপি এমপিরা দিল্লির মানুষের কাজ বন্ধ করে দেয়। লোকসভা নির্বাচনের পর যখন দিল্লিতে আপনাদের সাতজন এমপি থাকবে, তখন দিল্লির সব কাজ হবে।

তিনি বিজেপিকে টার্গেট করে বলেন, যখন সংসদে দিল্লির অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল,  তখন দিল্লির এমপিরা কোথায় ছিলেন? কেজরিওয়াল বলেন, আমি নিশ্চিত করার চেষ্টা করি যে প্রত্যেক শিশু যেন আমার সন্তানদের মতো শিক্ষা পায়। আমি যে চিকিৎসা পাই, দিল্লির প্রত্যেক গরিব মানুষ যেন তা পায়। যখনই মানুষকে ২৪ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ, যোগ ক্লাস, হাসপাতালে ওষুধ ইত্যাদি দেওয়ার চেষ্টা করেছি,  তখনই বিজেপি ও এলজি (লেফটেন্যান্ট গভর্নর) বাধা দিয়েছে।  

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তার বক্তব্যে বিজেপিকে টার্গেট করে বলেন, আম আদমি পার্টির পাঞ্জাবে বিধানসভায় ৯২ টি এবং দিল্লিতে ৬২টি আসন রয়েছে। যদি দিল্লিতে ৪০টি এবং পাঞ্জাবে ৬০/৬২ টি আসন থাকত, তবে ওরা (বিজেপি) আমাদের সরকারকে অনেক আগেই ভেঙে দিতো। আজ আমি আপনাদেরকে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের হাতকে শক্তিশালী করার অনুরোধ করতে এসেছি। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল একাই লড়ছেন। কেজরিওয়ালের ভালো কাজ বন্ধ করার সব রকম চেষ্টা করা হচ্ছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দাবি- এবার আম আদমি পার্টি পাঞ্জাবের ১৩টি আসনের সবকটিতেই জিতবে। জানা গেছে, দিল্লিতে লোকসভার ৭ আসনের মধ্যে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক দল আম আদমি পার্টি ৪টি এবং কংগ্রেস ৩টি আসনে লড়াই করবে।#   

পার্সটুডে/এমএএইচ/এমএআর/৮ 

ট্যাগ