'আমার জীবন গেলেও বাংলার মানুষের অধিকার কাড়তে দেবো না'
(last modified Tue, 12 Mar 2024 13:07:06 GMT )
মার্চ ১২, ২০২৪ ১৯:০৭ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আইনকে ভাঁওতা বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, তার জীবন গেলেও তিনি বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে দেবেন না।

আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের হাবড়ায় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ/ক্যা তৈরি করেছে। কিন্তু এতদিনেও তার বিধি তৈরি না হওয়ায় তা কার্যকর হয়নি। গতকাল তা কার্যকর হয়েছে। বিতর্কিত ওই আইনে ‘মুসলিমদের বাদ’  দিয়ে  বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। 

মমতা বলেন, নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার যে ‘ক্যা ‘বিধি ঘোষণা করেছে তা আসলে ভাঁওতা। এটা আসলে বৈধ কী না তার সন্দেহ রয়েছে। এতে কোনো স্বচ্ছতা নেই, সম্পূর্ণটাই ভাঁওতা।   তিনি বলেন, এনআরসির (জাতীয় নাগরিক পঞ্জি) নামে অসমে ১৩ লাখ বাঙালি হিন্দুর নাম বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। যাদের নাগরিকত্বের জন্য আবেদন করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই আবেদন করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন! তাহলে আপনাদের সম্পত্তির কী হবে? চাকরির কী হবে? সবটাই বেআইনি ঘোষণা হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে  না। অধিকার অধিকার কাড়ার খেলা। এটা এনআরসির সঙ্গে যুক্ত। আপনাদের ডিটেনশন ক্যাম্পে যাওয়া হবে। সেজন্য নাগরিকত্বের জন্য আবেদন করার আগে বার বার ভাববেন। এক বার নয় হাজার বার। আমরা মানছি না মানব না।’   

বাংলায় তারা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না। কোনো এনআরসি করতে দেবেন না। কারও অধিকার কাড়তে দেবেন না। কাউকে বঞ্চনা করতে দেবেন না। কাউকে লাঞ্ছনা করতে দেবেন না। এ জন্য যদি তার জীবনও যায় তিনি জীবন দিতে তৈরি কিন্তু বাংলার মানুষের অধিকার কিছুতেই কাড়তে দেবেন না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#      

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।     

ট্যাগ