যেসব বিজেপি বিধায়ক ‘সিএএ’তে আবেদন করবেন তাদের পদ খারিজ করতে হবে: কুণাল
(last modified Wed, 13 Mar 2024 14:09:40 GMT )
মার্চ ১৩, ২০২৪ ২০:০৯ Asia/Dhaka
  • যেসব বিজেপি বিধায়ক ‘সিএএ’তে আবেদন করবেন তাদের পদ খারিজ করতে হবে: কুণাল

সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’ অনুযায়ী যেসব বিজেপি বিধায়ক বা এমপি নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের পদ খারিজের দাবি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

তিনি আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান। কুণাল ঘোষ বলেন, বিজেপির এক বিধায়ক বলছেন, আমি ‘সিএএ’তে আবেদন করব। আবেদন করলে প্রথমে তাকে বলতে হবে তিনি ভারতবর্ষের নাগরিক নন। তাহলে তিনি বিধানসভায় সদস্য হয়ে থাকবেন কেন? তাহলে বিজেপির নেতারা যারা নাগরিক নন বলে ‘সিএএ’তে আবেদন করবেন, তারা কোনো জনপ্রতিনিধি থাকলে, সেটা পুরসভা, পঞ্চায়েত, বিধানসভা বা লোকসভা হতে পারে, তাহলে আগে সেখান থেকে পদত্যাগ করুন অথবা তারা নির্বাচনে দাঁড়াবেন না। কারণ, ভারতবর্ষের নাগরিক নন, অথচ ভারতের জনপ্রতিনিধি হবেন এটা কীভাবে হতে পারে? ফলে বিজেপির কোনো নেতা যদি ‘সিএএ’তে নাগরিকত্বের আবেদন করেন সেই মুহূর্তে স্পষ্ট হয়ে যাবে তিনি ভারতবর্ষের নাগরিক নন। সেই জন্যেই তিনি এই আবেদন করতে পারছেন। তাই যদি হয়, তাহলে তিনি বিধানসভার সদস্য (বিধায়ক) হয়ে থাকবেন কেন? তাহলে তিনি লোকসভায় থাকবেন কেন? তাহলে তিনি লোকসভায় (সংসদের নিম্নকক্ষ) যাবেন কেন?

কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, ভোটার তালিকায় যাদের নাম আছে, যারা ভোট দেন, আধার কার্ড আছে বা আনুষঙ্গিক নথিপত্র আছে তারা ভারতের নাগরিক। তা সত্ত্বেও যারা বলবেন ‘সিএএ’ করতে হবে তারপর  নাগরিকত্ব আসবে, সেক্ষেত্রে প্রথম অগ্নিপরীক্ষা দিন বিজেপির নেতৃত্ব। বিজেপির নেতারা ঘোষণা করুন তারা ভারতের নাগরিক নন। আর নাগরিক যদি না হন তাহলে ভারতের আইনসভায় যাবেন কেন? কোন অধিকারে যাবেন? ভারতের যদি কেউ নাগরিক না হন, যিনি নিজে ঘোষণা করে নাগরিকত্ব চাইবেন, আমি ভারতের নাগরিক নই, আমাকে নাগরিক করা হোক। তাহলে তিনি বিধানসভায় থাকবেন কেন? বিধানসভার অধ্যক্ষের জরুরিভিত্তিতে এদের বিধায়ক পদ খারিজ করা উচিত। নির্বাচন কমিশন দেখুন। প্রক্রিয়া শুরু হোক এরা যেন ভোটে না দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।        

প্রসঙ্গত, ‘সিএএ’ বিধি কার্যকর হওয়ার খুশিতে পশ্চিমবঙ্গের হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার গতকাল (মঙ্গলবার) নিজ বাসায় মতুয়া সম্প্রদায়ের বহু মানুষজনকে নিমন্ত্রণ করে মাংসভাত খাইয়েছেন। একইসঙ্গে তিনি নিজে ‘সিএএ’র অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলে মন্তব্য করেছেন। এরপরেই ওই ইস্যুতে বিজেপিকে চেপে ধরেছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। #  

পার্সটুডে/ এমএএইচ/ এমবিএ/১৩      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন