মার্চ ২৭, ২০২৪ ১৫:২২ Asia/Dhaka
  • 'ইডির বাজেয়াপ্ত সাড়ে ৩ হাজার কোটি টাকা গরিবদের দেয়া হবে'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলায় একাধিক দুর্নীতি কাণ্ডে উদ্ধার হওয়া অর্থ) সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির ঘটনায় সাড়ে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজেপি সূত্র জানিয়েছে, কৃষ্ণনগরে দলীয় প্রার্থী অমৃতাকে উৎসাহ দিতেই মোদি ফোন করে বলেন, ইডির অভিযানে উদ্ধার হওয়া অর্থ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ইডির বাজেয়াপ্ত করা টাকা  গরিব মানুষের।’

তিনি আরও বলেন, নতুন সরকার তৈরি হওয়ার পর একটা আইনি ব্যবস্থা হবে, যাতে গরিব মানুষের থেকে লুঠ করা টাকা ফেরানো যায়। টাকা ফেরানোর বিষয়টিকে প্রচার-অস্ত্র করতেও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে প্রধানমন্ত্রীকে  কটাক্ষ করে বিরোধীরা বলেছেন, এক দশক আগে সুইস ব্যাঙ্কের কালো টাকা দেশে ফেরানো হবে এবং তা দরিদ্রদের মধ্যে বিলি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। আজ অবধি সেই টাকার হদিশ মেলেনি। উলটে নোটবন্দির পর লাগামছাড়া দুর্নীতির তদন্তে ব্যস্ত ইডির মতো কেন্দ্রীয় সংস্থা।

পাশাপাশি মূল্যবৃ্দ্ধির বাজারে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। প্রশ্ন উঠছে, ভোটের মুখে মোদির নতুন‘গ্যারান্টি’তে বিশ্বাস করবে বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ?#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭

ট্যাগ