এপ্রিল ০১, ২০২৪ ১৮:৩৭ Asia/Dhaka
  • সুপ্রিম কোর্টেও খারিজ জ্ঞানবাপী মসজিদ কর্তৃপক্ষের আবেদন

ভারতের বারাণসীর জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পুজো ও ধর্মীয় আচার পালনের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এর আগে এলাহাবাদ হাইকোর্টও একই আদেশ  দিয়েছিল। সুপ্রিমকোর্টের নির্দেশে বলা হয়েছে, হিন্দুপক্ষের পুজো-আরতির পাশাপাশি, মুসলিমরাও জ্ঞানবাপীতে নমাজের আয়োজন করতে পারবে। স্বভাবতই সুপ্রিম কোর্টের এই নির্দেশে ধাক্কা খেল মুসলামানরা এবং খুশি হিন্দুপক্ষ।  

ভারতের উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের  পুজো বন্ধে এলাহাবাদ হাই কোর্টে মুসলিমদের আবেদন খারিজ হওয়ার পর ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’ সুপ্রিম কোর্টে আবদেন জানায়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আজ পুজো বন্ধের সেই আবেদন খারিজ করল। জ্ঞানবাপী মসজিদে ৪ টি তহখানা রয়েছে।

২০২১-এর আগস্ট মাসে পাঁচজন হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে। তারা পূজার্চনার অনুমতি চেয়ে বারাণসী আদালতে আবেদন জানায়।

পার্সটুডে/জিএআর/১

ট্যাগ