এপ্রিল ০৯, ২০২৪ ১১:৫৬ Asia/Dhaka
  • দিল্লিতে ধর্নায় তৃণমূল কংগ্রেস, যোগ দিয়েছে আম আদমি পার্টি

ভারতের রাজধানী দিল্লিতে আজও ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের সময় চার কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রধানের  বদলি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা ধর্নায় বসেছে।

গতকাল (সোমবার) নির্বাচন কমিশনের বাইরে ধর্নার সময় পুলিশ তৃণমূলের প্রতিনিধি দলের ১০ সংসদ সদস্যকে আটক করে মন্দির মার্গ থানাতে নিয়েছিল। তৃণমূলের অবস্থান বিক্ষোভের কারণে নির্বাচন কমিশনের সামনে অশান্ত পরিস্থিতি তৈরি হয়। আজ সেই মন্দির মার্গ থানার সামনে ধর্নায় বসেছেন তৃণমূলের প্রতিনিধি দল। ডেরেক-দোলাসহ তৃণমূল সাংসদরা এনআইয়ের ভূমিকার প্রতিবাদ জানাতে নানান স্লোগান দেন।

‌এদিকে, আজ (মঙ্গলবার) আম আদমি পার্টি তৃণমূলের সাথে সংহতি প্রকাশ করেছে। আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজ তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে মন্দির মার্গ থানায় গিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যস‌‌ভার সাংসদ সাগরিকা ঘোষ।

অভিষেক বন্দোপাধ্যায়

অন্যদিকে, দিল্লিতে নির্বাচন কমিশনে আবেদন জানাতে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল হেনস্থার শিকার হয়েছেন বলে গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে তৃণমূলের ১০ প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করেন।

রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বাইরে এসে  বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা  অভিযোগ তোলেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি এবার নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি। কমিশন বিজেপির বশ্যতা স্বীকার করেছে বলেও মন্তব্য করেন অভিশেষ বন্দোপাধ্যায়।#

পার্সটুডে/জিএআর/৯

ট্যাগ