কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহত ২৮৮, ঘটনাস্থলে রাহুল ও প্রিয়াঙ্কা
(last modified Thu, 01 Aug 2024 13:34:06 GMT )
আগস্ট ০১, ২০২৪ ১৯:৩৪ Asia/Dhaka
  • কেরালার ওয়ানাডের ভূমিধস এলাকায় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
    কেরালার ওয়ানাডের ভূমিধস এলাকায় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের কেরালার ওয়ানাডের ভূমিধসে মৃতের সংখ্যা ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যাও ২০০ ছাড়িয়ে গেছে। শতাধিক মানুষ আটকে থাকায় বাড়তে পারে হতাহতের সংখ্যাও।

ওয়ানাডের মেপ্পাডির পার্বত্য এলাকায় গতকাল ভোরে নাগাড়ে প্রবল বৃষ্টিতে ভূমিধস নামে। ভূমিধসে বিধ্বস্ত হয় মেপ্পাডি, মুনডাক্কাই টাউন ও চুরাল মালা। দুর্যোগের পরই উদ্ধারকাজে অংশ নেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁদের সম্মিলিত চেষ্টায় প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে প্রায় আড়াইশো মানুষ এখনও নিখোঁজ রয়েছে।

এদিকে, আজ ভূমিধস-বিধ্বস্ত ওয়ানাডে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন। রাহুল গান্ধী সেখানে দুর্গতদের সমবেদনাও জানিয়েছেন।

উদ্ধারকাজ চলছে

অন্যদিকে, ভূমিধসে বিধ্বস্ত ওয়ানাডে এলাকায় দুই সংসদ সদস্যকে পাঠাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরালার বিপর্যস্ত এলাকায় যাবেন রাজ্যসভায় তৃণমূলের দুই সাংসদ সাকেত গোখলে ও সুস্মিতা দেব। সেখানে দু'দিন থাকবেন তাঁরা। এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে একথা জানিয়েছেন মমতা নিজেই।

এক্স হ্যান্ডেল পোস্টে মমতা লিখেছেন, 'কেরালার  ওয়ানাডে ভূমিধসে খবরে আমি খুবই উদ্বিগ্ন। এটা সত্যিই ভয়াবহ বিপর্যয়। মানবিক কারণে আমরা দুই সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছি। সাকেত গোখলে ও সুস্মিতা দেব বিধ্বস্ত এলাকায় যাবেন। তাঁরা সেখানে দু'দিন থাকবেন। দেখা করবেন মৃত ও আহতদের পরিরারের সঙ্গে।'#

পার্সটুডে/এমএআর/১