ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে দুর্নীতি: তদন্তে ব্রাজিল এবং আমেরিকা
-
ইএমবি-১৪৫ এমব্রেয়ার বিমান
ভারতের প্রতিরক্ষা চুক্তির বিষয়ে নতুন দুর্নীতির কথা ফাঁস হয়ে যাওয়ায় ব্রাজিল ও আমেরিকার কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত শুরু করেছে। ব্রাজিলের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

ব্রাজিলের বিমান নির্মাণকারী বৃহৎ সংস্থা এমব্রেয়ার ঘুষ এবং দালালের আশ্রয় নিয়েছে। ভারত এবং সৌদি আরবের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে চুক্তি লাভের জন্য এ পদক্ষেপ নিয়েছিল সংস্থাটি। ভারতের ক্ষেত্রে ব্রিটেনভিত্তিক দালালের মাধ্যমে এ অর্থের যোগান দেয়া হয়। আর এর মধ্যদিয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিও'র কাছ থেকে তিনটি বিমান বিক্রির চুক্তি হাতিয়ে নেয় এমব্রেয়ার।

ভারতীয় বিমান বাহিনীর জন্য দেশটিতে এয়ারবর্ন আর্লি-ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম স্থাপন করতে এ তিন বিমানকে ব্যবহার করা হবে।
তিন ই্এমবি-১৪৫ এমব্রেয়ার বিমান কেনার জন্য ২০০৮ সালে ২০ কোটি ৮০ লাখ ডলারের চুক্তি করেছিল ভারত। ২০১১ সাল থেকে এ বিমান ভারতকে সরবরাহের কাজ শুরু হয়। ধারাবাহিক বিলম্বের পর বর্তমানে এটি প্রায় শেষের পথে রয়েছে। ভিভিআইপিদের জন্য অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার পর এটাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ চুক্তি। দুটি চুক্তিই ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে করা হয়েছে।
ভারতীয় আইনে চুক্তি লাভের জন্য দালাল নিয়োগকে বেআইনি হিসেবে গণ্য করা হয়। ব্রাজিলের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এ বিষয়ে বিমান নির্মাণকারী সংস্থা এমব্রেয়ার কাছে ব্যাখ্যা দাবি করবে ডিআরডিও। এছাড়া, বিস্তারিত তথ্যও চাওয়া হবে। এমব্রেয়ারের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১০