মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল শিবসেনা
(last modified Fri, 27 Jan 2017 07:36:31 GMT )
জানুয়ারি ২৭, ২০১৭ ১৩:৩৬ Asia/Dhaka
  • মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল শিবসেনা

ভারতে বিজেপি-শিবসেনা শাসিত মহারাষ্ট্রে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচনের আগে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে শিবসেনা। গতকাল (বৃহস্পতিবার) শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দলীয় এক জনসভায় বলেন, ‘আমরা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াব না। জোটের ফলে আমাদের ২৫ বছর সময় বরবাদ হয়ে গেছে। পৌরসভা নির্বাচনে শিবসেনা এবার একক শক্তিতে লড়াই করবে। বিজেপির সঙ্গে কোনো জোট হবে না।’

তিনি বিজেপিকে টার্গেট করে বলেন, ‘শিবসেনা ৫০ বছরের পুরোনো দল। কিন্তু বিজেপির সঙ্গে জোটে গিয়ে আমাদের ২৫ বছর ধরে সময় সবচেয়ে খারাপ গেছে। আমরা হিন্দুত্ব ইস্যুতে সবসময় আপনাদের প্রশংসা করেছি। ক্ষমতার জন্য শিবসেনার জন্ম হয়নি কিন্তু কেউ যদি শিবসেনাকে দুর্বল ভাবার মতো ভুল করে তাহলে তাকে আমরা ছুঁড়ে ফেলে দেব।’

মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, ‘ক্ষমতা আমাদের শেষ লক্ষ্য নয় বরং তা উন্নয়নের মাধ্যম। যারা আমাদের সঙ্গে আসবে আমরা তাদের সঙ্গে নিয়ে চলব, যারা না আসতে চায় তাদেরকে ছেড়ে দেব। আমাদের এজেন্ডা স্বচ্ছ প্রশাসন, কেউ আমাদের সঙ্গে আসুক বা না আসুক।’

নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে শিবসেনা-বিজেপি’র মধ্যে মতবিরোধের জেরে শিবসেনা বিজেপি’র সঙ্গে জোট ভাঙার পথে গেল বলে বিশ্লেষকরা মনে করছেন।

একটি সূত্রে প্রকাশ, বিএমসিতে মোট ২২৭ আসনের মধ্যে ১১৪ আসন দাবি করেছিল বিজেপি। যদিও শিবসেনা মাত্র ৬০ আসন তাদের জন্য ছাড়তে রাজি হয়েছিল। বিজেপি গত নির্বাচনে ৬৫ আসনে লড়েছিল।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে অবশ্য মহারাষ্ট্র সরকার থেকে তার দল বিজেপি’র সঙ্গে জোট ভাঙবে কী না তা নিয়ে স্পষ্ট মন্তব্য করেননি। মহারাষ্ট্র বিধানসভায় ২৮৮ আসনের মধ্যে বিজেপির বিধায়ক ১২২ জন। অন্যদিকে, শিবসেনার ৬৩, কংগ্রেসের ৪২, এনসিপি’র ৪১ এবং নির্দলীয় ২০ জন বিধায়ক রয়েছেন।

রাজ্যে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ১৪৫। এরকম অবস্থায় শিবসেনা তাদের সমর্থন তুলে নিলে বিজেপি সংখ্যালঘু হয়ে পড়বে। বর্তমানে বিজেপি এবং শিবসেনা যৌথভাবে ১৮৫ জন বিধায়কে সংখ্যাগরিষ্ঠ রয়েছে। শিববসেনা সমর্থন প্রত্যাহার করে নিলে বিজেপি’র হাতে ১২২ জন বিধায়ক থাকবে যা সংখ্যা গরিষ্ঠতার চেয়ে ২৩ বিধায়ক কম।

রাজ্যটির সাম্ভাব্য রাজনৈতিক সমীকরণ এমন হতে পারে ভেবে সরকার টিকিয়ে রাখতে বিকল্প সম্ভাবনাও প্রকাশ্যে আসতে শুরু করেছে। এক্ষেত্রে বিজেপি-এনসিপি জোট হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এনসিপি’র হাতে ৪১ বিধায়ক থাকায় বিজেপি’র সঙ্গে তাদের জোট হলে উভয়দলের মোট বিধায়কের সংখ্যা হবে ১৬৩।  

এনসিপি প্রধান শারদ পাওয়ার বলেছেন, এ নিয়ে সাহায্যের প্রস্তাব আসলে ভেবে দেখবেন। তিনি অবশ্য বিজেপি-শিবসেনার এত বছরের জোট ভেঙে যাওয়ায় কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭