‘ভারত মাতা কী জয়’ স্লোগান না দিলে পাকিস্তানে পাঠানো হবে: আরএসএস
(last modified Thu, 07 Apr 2016 10:07:51 GMT )
এপ্রিল ০৭, ২০১৬ ১৬:০৭ Asia/Dhaka
  • ‘ভারত মাতা কী জয়’ স্লোগান না দিলে পাকিস্তানে পাঠানো হবে: আরএসএস

বিজেপি-শিবসেনার পর এবার 'ভারত মাতা কী জয়' স্লোগান নিয়ে মাঠে নেমেছে আরএসএস। সংগঠনটির নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, দেশবিরোধী স্লোগানদাতা এবং ‘ভারত মাতা কী জয়’ না বলা লোকেরা পাকিস্তানে চলে যাক। তার মতে যার হৃদয়ে দেশপ্রেম নেই এবং যারা পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিচ্ছে, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।

আজ (বৃহস্পতিবার) আরএসএস নেতা বলছেন, ‘যারা দেশ বিরোধী স্লোগান দিচ্ছে, পাকিস্তানের সঙ্গে যাদের সখ্যতা রয়েছে এবং যারা দেশ ছাড়ার কথা বলছে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেয়া উচিত। কারণ তাদের মধ্যে ভারত বিদ্বেষ এবং পাকিস্তানের প্রতি ভালোবাসা রয়েছে।’

আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার উত্তর প্রদেশের বারাণসীতে এই বিবৃতি দিয়েছেন। তিনি সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বারাণসীতে যান। এখানে তিনি ‘ভারত মাতা কী জয়’ না বলতে চাওয়া লোকদের পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া আজাদি এবং ভারতকে টুকরো করার মতো স্লোগানদাতাদের ‘মানবতার শত্রু’ বলে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে, জম্মু-কাশ্মিরে এনআইটি শ্রীনগরের পরিবেশ এই মুহূর্তে বেশ উত্তপ্ত। এ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন। ইন্দ্রেশ কুমার এ প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যাবাদী নেতা বলে মন্তব্য করেন।

আগেই হিন্দুত্ববাদী বিজেপি, শিবসেনা এবং অন্যদের পক্ষ থেকে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান প্রসঙ্গে তাদের মতামত ব্যক্ত করা হয়েছে। এসব সংগঠনের কোনো কোনো নেতাদের দাবি, ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিতে হবে। কারো দাবি, যারা এই স্লোগান দেবে না তাদের নাগরিকত্ব এবং এমনকি ভোটধিকার কেড়ে নিতে হবে।

একই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে দারুল উলুম দেওবন্দকে ‘সন্ত্রাসীদের কারখানা’ বলে বিবৃতি দেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা সুরেন্দ্র জৈন। ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেয়া মুসলিমদের জন্য জায়েজ নয় বলে গত বৃহস্পতিবার দেওবন্দের পক্ষ থেকে ফতোয়া দেয়ার পর বিশ্ব হিন্দু পরিষদ নেতা সুরেন্দ্র জৈন এই মন্তব্য করেন। যেসব আলেম এ সংক্রান্ত ফতোয়া দিয়েছেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করতে হবে বলেও সুরেন্দ্র জৈনের দাবি। এবার ‘ভারত মাতা কী জয়’ ইস্যুতে প্রকাশ্যে এল আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের মন্তব্য।#

এমএএইচ/গাজী আবদুর রশীদ

ট্যাগ