অযোধ্যা মামলায় বিচারপতিদের ইমপিচের 'হুমকি' প্রসঙ্গে মোদি ও সিব্বলের মন্তব্য
(last modified Sun, 25 Nov 2018 13:15:19 GMT )
নভেম্বর ২৫, ২০১৮ ১৯:১৫ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি
    নরেন্দ্র মোদি

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরী মসজিদ-রাম জন্মভূমি মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিদের হুমকি দেয়ার অভিযোগ করেছেন।

অন্যদিকে, কংগ্রেসের সিনিয়র নেতা ও সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল ওই অভিযোগ নাকচ করে দিয়ে লোকসভা নির্বাচনের সামনে ওই ইস্যুতে ফায়দা লাভের জন্য প্রধানমন্ত্রী বিষয়টি টেনে আনছেন বলে মন্তব্য করেছেন।

আজ (রোববার) রাজস্থানের আলওয়ারে এক নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী  বলেন, ‘অযোধ্যা ইস্যুর মতো কোনও স্পর্শকাতর বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেশকে সুবিচার দেয়ার চেষ্টা করছেন। এজন্য আদালত সকলের মতামত জানতে চায়। কিন্তু কংগ্রেসের রাজ্যসভার এমপি ও আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতিদের ইমপিচ করার হুমকি দিচ্ছেন। তাঁদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছেন। বিচারব্যবস্থার ওপরে কংগ্রেসের কোনো আস্থা নেই। এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা!’

কপিল সিব্বল

তিনি বলেন, ‘যখনই সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার শুনানি করতে চায়, ঠিক তখনই কংগ্রেসের এক রাজ্যসভার এমপি বলেন, ২০১৯ পর্যন্ত এই মামলার শুনানি করবেন না, ওই বছর দেশে ভোট। এভাবে দেশের বিচার ব্যবস্থার পথরোধ করা কি উচিত?’

প্রধানমন্ত্রীর পাল্টা জবাবে কংগ্রেসের সিনিয়র নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘ওই মামলায় কংগ্রেস বা বিজেপি কেউই পক্ষ নয়। আমি কেবল একপক্ষের আইনজীবী মাত্র। আমি গত জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলাম না। গত ১০/১১ মাস ধরে সুপ্রিম কোর্টকে কে বাধা দিয়েছিল মামলার শুনানিতে? কীভাবে কংগ্রেস দল বাধা দিয়েছে? গত অক্টোবরে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, আজ এর অগ্রাধিকার নেই। প্রধান বিচারপতি বলেছেন, ওই মামলা বেশি গুরুত্বপূর্ণ নয়। এরকম অবস্থায় প্রধানমন্ত্রী কি প্রধান বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে বলার সাহস দেখাচ্ছেন, কেন শুনানি হচ্ছে না এজন্য?’

অযোধ্যার বাবরী মসজিদ-রাম জন্মভূমি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী বছরের জানুয়ারিতে ওই মামলার শুনানি হওয়ার কথা আছে। কিন্তু তার আগেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে হিন্দুত্ববাদীদের জোরালো তৎপরতা শুরু হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫

ট্যাগ