বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা উচিত নয়: শিবপাল যাদব
(last modified Sun, 09 Dec 2018 13:51:31 GMT )
ডিসেম্বর ০৯, ২০১৮ ১৯:৫১ Asia/Dhaka
  • শিবপাল যাদব
    শিবপাল যাদব

অযোধ্যায় বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রগতিশীল সমাজবাদী পার্টির (লোহিয়া) প্রধান শিবপাল যাদব। তিনি আজ (রোববার) উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে এক বিশাল সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেছেন।

শিবপাল যাদব বলেন, ‘অযোধ্যার বিতর্কিত জমিতে বাবরী মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা উচিত নয়। রাম মন্দির নির্মাণ করতে হলে তা সরযূ নদীর তীরে তৈরি করো। দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেয়ায় ফের আমাদের আন্দোলনে নামতে হবে।’

শিবপাল যাদব বলেন, ‘বিজেপিকে হটানোর জন্য আমরা সমাবেশ করেছি। এই ঐতিহাসিক দিনে দলিত, পিছিয়েপড়া শ্রেণি, কৃষক ও তরুণরা এখানে সমবেত হয়েছেন। বিজেপি সরকারের জন্য সকলেই দুঃখিত, দেশ আজ সঙ্কটের মধ্যে রয়েছে। বিজেপি সরকার এক ভাইয়ের সঙ্গে অন্য ভাইয়ের লড়াই বাধিয়ে দিচ্ছে। এই সমাবেশ থেকে দেশের কল্যাণের জন্য মজবুত সিদ্ধান্ত নিতে হবে। এখান থেকেই নয়া অধ্যায় শুরু করতে হবে।’

উত্তর প্রদেশের সাবেক সমাজবাদী পার্টির নেতা দলীয় কোঁদলের জন্য দল ছেড়ে প্রগতিশীল সমাজবাদী পার্টি (লোহিয়া) দল গঠন করে নতুন করে রাজনৈতিক ময়দানে নেমেছেন।

ফারুক আহমেদ

শিবপাল যাদবের মন্তব্য প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ও সামাজিক সংগঠন ‘সর্বভারতীয় নবচেতনা’র সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আজ (রোববার) রেডিও তেহরানকে বলেন, ‘উনি (শিবপাল যাদব) যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত যথার্থ। দেশের সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হলে গোটা দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ হয়ে বিভেদকামী শক্তিকে প্রতিহত করতে হবে। কোনোভাবেই বাবরী মসজিদের জায়গায় কোনও মন্দির করা যাবে না। দেশের সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হলে ভারত সরকারকে বাবরী মসজিদের জায়গায় বাবরী মসজিদ নির্মাণ করে সম্প্রীতির বার্তা দেয়া উচিত।’#

পার্সটুডে/এমএএইচ/এআর/৯

ট্যাগ