এনআরসিকে কেন্দ্র করে বিজেপি আদালত ও সংবিধান অবমাননা করছে: কংগ্রেস
(last modified Mon, 02 Sep 2019 09:32:51 GMT )
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১৫:৩২ Asia/Dhaka
  • এনআরসিকে কেন্দ্র করে বিজেপি আদালত ও সংবিধান অবমাননা করছে: কংগ্রেস

ভারতের বিজেপিশাসিত অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে বিজেপি নেতারা আদালত ও সংবিধান অবমাননা করছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস।

বিজেপি নেতাদের দাবি, এনআরসি থেকে অনেক হিন্দুর নাম বাদ গেছে। তালিকায় অনেক বাংলাদেশির নাম রয়েছে। সেজন্য এনআরসিকে গুরুত্ব না দিয়ে, অসমকে বিদেশিমুক্ত করতে কেন্দ্র ও রাজ্য সরকার হাত মিলিয়ে নতুন আইন আনা হবে।

কংগ্রেসের দাবি, বিজেপি এভাবে মানুষকে বিভ্রান্ত করে মেরুকরণের রাজনীতি বজায় রাখতে চাচ্ছে। অসমে কংগ্রেসের সভাপতি রিপুন বরা বলেছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়া এনআরসি নস্যাৎ করে আদালত অবমাননা করছেন বিজেপি’র নেতা-মন্ত্রীরা। তাঁদের বিরুদ্ধে মামলা করা উচিত। দ্বিতীয়ত, হিমন্তবিশ্ব শর্মা যে ভাবে বলছেন ‘শিব, কালী, দুর্গা’র উপাসকরা নাগরিকত্ব পাবেন, সেটা চূড়ান্ত সাম্প্রদায়িকতা! তিনি আদালত ও সংবিধান উভয়েরই অবমাননা করছেন।’

কংগ্রেস মুখপাত্র অভিজিৎ চৌধুরীর অভিযোগ, এনআরসিতে বেশির ভাগ বাঙালির উপরে কোপ পড়েছে। তাঁর আশঙ্কা, বর্তমান সরকার অসম চুক্তির ৬ নম্বর ধারা রূপায়ণে কমিটি গড়েছে। সেই শর্ত কার্যকর হলে বাঙালিরা সম্পত্তি ও ভোটে দাঁড়ানোর অধিকারও হারাবে।

হিমন্ত বিশ্বশর্মা

অসমের প্রভাবশালী বিজেপি নেতা ও অর্থ-স্বাস্থ্য-পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এর আগে বলেন, ‘শিব-দুর্গা-কালীকে যারা পুজো করেন তাঁরা কখনও ‘বিদেশি’ হতে পারেন না। তাঁরা ভারতীয়। আর এই ভারতীয়দের নাম ছেঁটে যদি এনআরসি প্রকাশিত হয় তাহলে সেটা কোনওভাবেই জাতির দলিল হবে না।’

তাৎপর্যপূর্ণ মন্তব্য করে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘কারা ‘বিদেশি’ সেটা দেখার জন্য নয়া চিন্তাভাবনা শুরু হয়েছে। এই এনআরসিকে আমরা বিদেশি বিতাড়নের দলিল বলে মনেই করি না। ‘দিল্লি-দিসপুরে’ প্রকৃত অর্থে বিদেশি বিতাড়নের কাজ শুরু হয়েছে।’

বিজেপি শাসনেই রাজ্যবাসী বিদেশি বিতাড়নের কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনাল দেখবেন বলেও মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মন্তব্য করেন।

সিদ্দিক আহমেদ

এদিকে, রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিক আহমেদের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা ভোটের দিকে চোখ বিজেপির। এনআরসির নামে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া প্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, ‘কোনও কিছুই একুশে বিজেপিকে বাঁচাতে পারবে না। রাজ্যের বাঙালি হিন্দু-মুসলিমরা আর বিজেপির প্রতারণার ফাঁদে পা দেবে না। এরফলেই একুশে বিজেপির পতন নিশ্চিত’ বলেও সাবেক মন্ত্রী সিদ্দিক আহমেদ মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ