এনআরসিতে হিন্দুদের নাম বাদ দিলেও বিজেপি এমপি তা সমর্থন করেছেন: অভিজিৎ বিশ্বাস
(last modified Sat, 14 Sep 2019 14:55:18 GMT )
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ২০:৫৫ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সম্পাদক অভিজিৎ বিশ্বাস বলেছেন, যে এনআরসিতে (জাতীয় নাগরিকপঞ্জি) হিন্দুদের নাম বাদ দিচ্ছে, সেই এনআরসিকে বনগাঁর বিজেপি এমপি শান্তনু ঠাকুর সমর্থন করেছেন। সেই লজ্জা উনি কোথায় রাখবেন?

আজ (শনিবার) জেলা তৃণমূলের সম্পাদক মণ্ডলীর অভিজিৎ বিশ্বাস বিজেপি এমপি’র বিভিন্ন অভিযোগের জবাবে ওই মন্তব্য করেন। অভিজিৎ বাবু শান্তনু ঠাকুরকে টার্গেট করে বলেন, ওঁর ইমেজ-ফিমেজ বলে আদৌ  কিছু নেই। ওঁর ইমেজ নষ্ট করার কিছু নেই, ভালো হওয়ারও কিছু নেই।

সম্প্রতি ঠাকুরনগরের ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকায় বোমা ফাটার ঘটনায় বিজেপি এমপি শান্তনু ঠাকুর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। সেই প্রসঙ্গে অভিজিৎ বাবু বলেন, ‘ওই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়। মমতা ঠাকুর আমাদের দলীয় এমপি থাকার সময় তখন কোনও বোমা পড়েনি।

বিজেপি এমপি শান্তনু ঠাকুর

কিন্তু হঠাৎ শান্তনু ঠাকুর এমপি হওয়ার জন্য ভোটে দাঁড়ানোর পর থেকে ঠাকুরনগরে বোমার রাজনীতি শুরু হল কেন? আমরা যদি বোমার রাজনীতি নিয়ে আসতাম তাহলে মমতা ঠাকুর যখন আমাদের এমপি ছিলেন তখন থেকে শুরু হতো। হঠাৎ উনি এমপি হওয়ার পর থেকে এসব শুরু হল কেন?’

বিজেপি এমপি শান্তনু ঠাকুর এদিন তাঁকে শাসানোর জন্য তৃণমূল নেতাদের ষড়যন্ত্রে ঠাকুরনগরে বোমা ফাটানো হয়েছে বলে অভিযোগ করলেও  তৃণমূলের জেলা নেতা অভিজিৎ বিশ্বাস তা নাকচ করে দেন। ওই ঘটনায় তৃণমূল কোনোভাবেই, কোনো অবস্থাতেই যুক্ত নয় বলেও তিনি মন্তব্য করেন।# 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

 

 

ট্যাগ