পশ্চিমবঙ্গে এনআরসি হবেই, মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হোন: সুরেন্দ্র সিং
(last modified Sun, 15 Sep 2019 13:26:42 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ১৯:২৬ Asia/Dhaka
  • ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং
    ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং

ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেছেন, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই। মমতা যদি নিজের ভোট ব্যাংক অটুট রাখতে বাংলাদেশিদের রক্ষা করতে চান, তাহলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান। গতকাল (শনিবার) বিজেপি বিধায়ক গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে ওই মন্তব্য করেছেন।

বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন খারাপ সময় চলছে। সেজন্য ওনার নিজের মুখের ভাষা ঠিক করা উচিত। বাংলাদেশিদের সমর্থনে রাজনীতি করতে চাইলে উনি বাংলাদেশে চলে যান। সত্যিই যদি ওনার ওই দেশের প্রতি টান থাকে তাহলে ওখানকার প্রধানমন্ত্রী হয়ে যান।’

ফারুক আহমেদ

এ সম্পর্কে আজ (রোববার) পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ রেডিও তেহরানকে বলেন, ‘বিধায়কের ওই মন্তব্য গ্রহণযোগ্য নয়। ওনার কোনও ধারণা নেই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন, আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি করতে দেবো না। পৃথিবীর কোনও শক্তি বাংলায় এনআরসি করতে পারবে না। তিনিই রাজ্যের সর্বময় কর্ত্রী তাঁর কথাই আমাদের আইন। রাজ্যের মানুষ মমতাকে ভালোবাসেন। যারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন তাঁরা জানেন তাঁর জীবন থাকতে তিনি বাংলায় এনআরসি হতে দেবেন না।’

তিনি বলেন, ‘বিজেপি নেতারা ভুলে যাচ্ছেন এখানে এনআরসি কার্যকর হলে তাঁদের যত সদস্য-সমর্থক আছেন সেই সদস্যদের ৯০ শতাংশ লোককেই দেশান্তরী হতে হবে অথবা তাঁদের ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। কারণ বিজেপির সদস্য সমর্থকরা ওপার বাংলা থেকে এসেছেন।’ এপার বাংলার মুসলিমরা এখানকার ভূমিপুত্র। তাঁরা স্বাধীনতার অনে আগে থেকেই এখানকার বাসিন্দা, বাংলাদেশ থেকে কেউ আসেননি বলেও ফারুক আহমেদ মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

 

ট্যাগ