বাংলায় এনআরসি’র প্রয়োজন নেই: অমিত শাহ'র সঙ্গে বৈঠকের পর মমতা
(last modified Thu, 19 Sep 2019 13:13:11 GMT )
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৯:১৩ Asia/Dhaka
  • অমিত শাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
    অমিত শাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র প্রয়োজন নেই। অসমে যাদের নাম বাদ গেছে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে। তিনি আজ (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘অসমে নাগরিকপঞ্জিতে ১৯ লাখ মানুষের নাম বাদ গেছে। তাঁদের মধ্যে বাঙালি, হিন্দিভাষী, গোর্খারাও আছে। তাঁদের ফের সুযোগ দেওয়া উচিত। কারণ তাঁরা অনিশ্চয়তার সঙ্গে জীবন কাটাচ্ছেন। আমি মনে করি যারা ভারতীয় তাঁদের নতুন করে পরাধীন হওয়ার কোনও কারণ নেই।’

তিনি বলেন, ‘এনআরসি নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় এনআরসি নিয়ে অমিত শাহ কিছু বলেননি। বাংলায় এনআরসি’র প্রয়োজন নেই। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বলেছেন এনআরসি’র প্রয়োজন নেই। অমিত শাহ অসমের এনআরসি’র বিষয়টি দেখবেন বলেছেন।’

মমতা বলেন, ‘এই প্রথম অমিত শাহের সঙ্গে বৈঠক হল। খুব কমই দিল্লিতে আসি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। রাজ্যের সঙ্গে একাধিক আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে।’

গত লোকসভা নির্বাচনের আগে থেকেই বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মধ্যে রাজনৈতিক বিরোধ চরমে উঠেছে। রাজনৈতিক মঞ্চ থেকে উভয় দলের নেতারা একে অপরকে টার্গেট করে বক্তব্য রেখেছেন অনেকবার।

এরআগে বাংলায় কোনোভাবেই এনআরসি করতে দেয়া হবে না বলেও মমতা সাফ জানিয়েছেন। অন্যদিকে বিজেপি নেতারা বেশ জোরের সঙ্গে পশ্চিমবঙ্গে এনআরসি চালু হবে বলে দাবি করছেন। সেজন্য আজকের ওই বৈঠককে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। মমতা আজ অমিত শাহ'র সঙ্গে রাজ্যের এনআরসি কার্যকরের বিষয়ে কোনও কথা বলেন কিনা তা নিয়ে আগ্রহ ছিল অনেকের। রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য ওই সাক্ষাতকে আনুষ্ঠানিক ও সৌজন্যমূলক বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে সাংবিধানিক বাধ্যবাধকতাজনিত সাক্ষাৎ বলে অভিহিত করেছেন।#  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ