'দিলীপ ঘোষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা উচিত'
(last modified Sun, 22 Sep 2019 09:03:16 GMT )
সেপ্টেম্বর ২২, ২০১৯ ১৫:০৩ Asia/Dhaka
  • মুহাম্মদ সেলিম
    মুহাম্মদ সেলিম

ভারতের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি’র আতঙ্কে রাজ্যে চারজনের মৃত্যুর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা উচিত বলে মন্তব্য করেছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মুহাম্মদ সেলিম।

গতকাল (শনিবার) বিকেলে তিনি জলপাইগুড়ি শহরের রবীন্দ্র ভবনের মাঠে সিপিএমের জলপাইগুড়ি জেলা কমিটির ডাকা সমাবেশে এনআরসি’র বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওই মন্তব্য করেন।

দিলীপ ঘোষ

মুহাম্মাদ সেলিম বলেন, ‘একজনকেও বাংলা থেকে উদ্বাস্তু হতে দেবো না। এনআরসি নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। আত্মহত্যা কোনও পথ হতে পারে না। ভয় পেয়ে পিছিয়ে গেলেও চলবে না। আমরা ঐক্যবদ্ধ ভাবে এনআরসি রুখতে লড়াই চালিয়ে যাবো।’

তিনি বলেন, ‘এনআরসি’র জুজু দেখিয়ে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চেষ্টা চলছে। মানুষকে ভাগ করতে চাচ্ছে বিজেপি ও তৃণমূল। এই দেশ আমাদের সকলের। মানুষের ঐক্য আমরা কিছুতেই নষ্ট হতে দেবো না। সাধারণ  মানুষের জীবন অসহনীয় হয়ে পড়ছে। মানুষকে বোকা বানাতে প্রতিদিনই নতুন নতুন বিতর্ক তৈরি করা হচ্ছে। ভাষার নামে, ধর্মের নামে মানুষের আবেগ নিয়ে আমরা বিজেপি ও তৃণমূলকে খেলতে দেবো না।’

সিপিএমের জলপাইগুড়ি জেলা কমিটির সমাবেশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে সেলিম বলেন, ‘হিজাব পরে এপাশে ইমাম সাহেব, এদিকে শাহজাদা ওদিকে পীরজাদা নিয়ে ‘খোদা হাফেজ’, ‘ইনশাআল্লাহ্‌’, ‘মাশাআল্লাহ’ বলেছেন। বেশি মুসলিম দেখলে ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ’ পর্যন্ত পড়ে নিয়েছেন! লোকে বলল এ তো নেত্রী নয়, সাক্ষাৎ ফেরেশতা! হাদিসে লেখা আছে, আমি বারবার বলি, অনেক সময় শয়তান মানুষকে দিয়ে শয়তানি করানোর জন্য ফেরেশতার ভেক ধরে আসে।’ এখন লোকে এসব বুঝতে পারছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ