মন দিয়ে বিজেপি করুন, এনআরসি সামলে নেব: শঙ্কুদেব পণ্ডা
(last modified Wed, 16 Oct 2019 06:06:13 GMT )
অক্টোবর ১৬, ২০১৯ ১২:০৬ Asia/Dhaka
  • শঙ্কুদেব পণ্ডা
    শঙ্কুদেব পণ্ডা

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেছেন, একমাত্র বিজেপিই সুরক্ষিত ভারত ও সুরক্ষিত বাংলা দিতে পারে। তাঁর দাবি, বিজেপি করলে তাঁরা জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি সামলে দেবেন। গতকাল (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।

ওই অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে শঙ্কুদেব পণ্ডা বলেন, ‘শুধু এইটুকু আমাদের ছেলেদের ও যুব কর্মীদের বলব, আপনারা মানুষের ঘরে ঘরে যান। মানুষকে বলুন, মানুষকে বোঝান যে, মন দিয়ে বিজেপিটা করুন। এনআরসি-টেনারসি নিয়ে চিন্তা করার বিষয়টা আমাদের। আমরা বুঝে নেব। আপনাদের কেউ উচ্ছেদ করবে না। শুধু বিজেপিটা করুন।’

তিনি বলেন, ‘মনে রাখবেন একমাত্র বিজেপিই আপনাকে সুরক্ষিত ভারতবর্ষ দিতে পারে। একমাত্র বিজেপি আপনাকে সুরক্ষিত বাংলা দিতে পারে। একমাত্র বিজেপি আপনাকে সুরক্ষিত ওয়ার্ড দিতে পারে। একমাত্র বিজেপি আপনাকে সুরক্ষিত পরিবার এবং মাথার উপরে ছাদ দিতে পারে। তাই বিজেপি করতে হবে।’

বিজেপিশাসিত অসমে এনআরসিতে ১৯ লাখ মানুষের মান বাদ পড়ায় তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন। বিজেপি’র কেন্দ্রীয় ও রাজ্য নেতারা পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করাসহ বার বার অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার কথা বলায় পশ্চিমবঙ্গে ওই ইস্যুতে আশঙ্কা ও উদ্বেগ বেড়েছে। এরকম পরিস্থিতিতে বিজেপি করলে এনআরসি নিয়ে চিন্তা করতে হবে না। ‘আপনাদের কেউ উচ্ছেদ করবে না’- বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা’র এমন মন্তব্যে জল্পনা সৃষ্টি হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য তাঁর পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘শঙ্কুদেব পণ্ডা ঠিকই তো বলেছেন। আমরাই তো সামলে নেব।’  

‘এনআরসি এখনও হয়েছে কোথায়? এত ভয় পাওয়ারই বা কী আছে? বিজেপির উপরে আস্থা রাখুন। কারও কোনও অসুবিধা হবে না’ বলেও দিলীপ ঘোষ মন্তব্য করেন। 

ড. ইমানুল হক

এ প্রসঙ্গে আজ (বুধবার) পশ্চিমবঙ্গের বিশিষ্ট সমাজকর্মী, ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক রেডিও তেহরানকে বলেন, ‘অসমেও একই কথা বিজেপি বলেছিল। বিজেপি দেখাতে চায় যে তাঁরা আইনের উর্ধ্বে। কিন্তু ভারতবর্ষে এখনও একটা সংবিধান আছে। এখনও পর্যন্ত একটা টুটাফাটা হলেও আইনের শাসন আছে। সুতরাং ওদের কথা যারা বিশ্বাস করবেন তাঁরা তার ফল ভোগ করবেন। অসমের মানুষ (এনআরসি প্রসঙ্গে) যারা ওদের কথা বিশ্বাস করেছিলেন, তাঁরা আজকে বিজেপি সভাপতিদের তাড়া করছেন,  তিনসুকিয়াতে। সুতরাং কাঠ পোড়ালে আংরা হবে। যারা ওদেরকে বিশ্বাস করবেন তারা তার ফল ভোগ করবেন।’

‘আইন আর মুখের কথা এক নয়। আইন হিন্দু-মুসলিম সকলের জন্য এক। বিজেপি-তৃণমূল-সিপিএম যেই হোক না কেন সকলের জন্যই আইন সমান। কিন্তু যারা ওদেরকে বিশ্বাস করবেন তারা তার ফল ভোগ করবেন’ বলেও ড. ইমানুল হক মন্তব্য করেন।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ