পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবো না, একটি মানুষও কোথাও যাবে না : মমতা
(last modified Tue, 22 Oct 2019 07:13:30 GMT )
অক্টোবর ২২, ২০১৯ ১৩:১৩ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন  মমতা বন্দ্যোপাধ্যায়
    বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি করতে দেবো না। একটি মানুষও বাংলা থেকে কোথাও যাবে না। গতকাল (সোমবার) শিলিগুড়ি পুলিশ লাইনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।

বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা বার বার পশ্চিমবঙ্গসহ সারা দেশে এনআরসি কার্যকর করাসহ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার বলছেন। অসমে এনআরসি থেকে ১৯ লাখ মানুষের নাম এনআরসিতে নথিভুক্ত না হওয়ায় তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন। ওই ঘটনায় পশ্চিমবঙ্গেও ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। এরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আশ্বাস তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার নাগরিকরা সকলেই ভারতের নাগরিক। নবজাগরণ, স্বাধীনতা সংগ্রাম আমাদের এই অধিকার দিয়েছে। ভোট দেয়া আমাদের অধিকার। ভোটাধিকার আছে মানেই আমরা নাগরিক। ১৮ বছরের ভাই-বোনরা ভোটার তালিকায় নাম তুলবেন। জেনে রাখুন, এনআরসি করতে দেবো না। এটা নিশ্চিত করে দিলাম।’

তিনি বলেন, ‘আমরা সবাই শান্তির পরিবার চাই। বাংলা হল শান্তির গঙ্গা। একটি মানুষও বাংলা থেকে কোথাও যাবে না। আমি আপনাদের পাহারাদার। এটা আপনাদের সরকার। আমি আপনাদের সঙ্গে আছি, থাকব। বাংলায় এনআরসি করতে দেবো না।’

মমতা বলেন, ‘অসমে এনআরসি থেকে যাদের বাদ দেয়া হয়েছে, তাঁদের মধ্যে রাজবংশী বেশি। এটা রাজবংশী ভাইরা মাথায় রাখবেন।’

বিজেপি’র নাম না করে তিনি বলেন, ‘কেউ কেউ হিন্দিভাষীদের কাছে গিয়ে বলছেন, এনআরসি হলে আপনারা থাকবেন। অন্যরা থাকবে না। রাজবংশী,  আদিবাসীদের কাছে গিয়ে বলছেন, আমরা আপনাদের লোক। আপনাদের জন্যই এনআরসি। তারা হিন্দু ও মুসলমান, উর্দুভাষী ও হিন্দিভাষী, রাজবংশী, তফসিলি, আদিবাসী, কৃষক, পাহাড়িয়াদের ভাগ করার কথা বলছে!’

এই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিবেকানন্দ-রামকৃষ্ণ, রবীন্দ্র-নজরুল মনীষীদের বাংলা। বাংলা একদিন বিশ্বসেরা হবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ