অযোধ্যা মামলা : 'আপত্তিকর' পোস্টের দায়ে গ্রেফতার ৩৭, মামলা দায়ের
(last modified Mon, 11 Nov 2019 04:07:27 GMT )
নভেম্বর ১১, ২০১৯ ১০:০৭ Asia/Dhaka
  • সতর্ক নিরাপত্তা বাহিনী
    সতর্ক নিরাপত্তা বাহিনী

ভারতের অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে বিজেপিশাসিত উত্তর প্রদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'আপত্তিকর' পোস্টের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে এ পর্যন্ত ১২ টি মামলা দায়ের হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭১২টি সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে কিছু পোস্ট মুছে দেওয়া হয়েছে। অনেক অ্যাকাউন্ট বন্ধও করে দেওয়া হয়েছে।

রাজ্য পুলিশের ডিজিপি ওপি সিং বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যবাসীর তৎপরতার উপরে নজর রাখা হচ্ছে। তিনি বলেন, ‘‘প্রয়োজন হলে রাজ্যের সর্বত্র সোশ্যাল মিডিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে, যাতে গুজব ছড়িয়ে কেউ অশান্তিতে ইন্ধন জোগাতে না পারে।’’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারির পাশাপাশি রাজধানী লক্ষনৌতে খোলা প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম থেকে অযোধ্যাসহ গোটা রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তারা।

কর্মকর্তারা বলেন, টুইটারে আসা পোস্ট সম্পর্কে পুলিশের পক্ষ থেকে সরাসরি ওই প্রোফাইলে বার্তা পাঠিয়ে সতর্ক করা হয়। এরফলে ৭৫ শতাংশ লোকে নিজেরাই পোস্টটি সরিয়ে নিয়েছে। যারা সতর্ক করার পরেও পোস্টটি মুছে ফেলেনি, পরিসেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রোফাইল মুছে ফেলা হয়েছে।

রাজ্যটিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এমার্জেন্সি সেন্টার খোলা হয়েছে, যাতে কোথাও গোলযোগের খবর পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা যায়। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারিসহ নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ