সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানাবে মুসলিম পার্সোনাল ল’বোর্ড
(last modified Sun, 17 Nov 2019 13:10:30 GMT )
নভেম্বর ১৭, ২০১৯ ১৯:১০ Asia/Dhaka
  • মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সচিব আইনজীবী জাফরইয়াব জিলানী
    মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সচিব আইনজীবী জাফরইয়াব জিলানী

ভারতের অযোধ্যার বাবরী মসজিদ-রামজন্মভূমি বিতর্ক মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড। আজ (রোববার) লক্ষনৌয়ে ল’ বোর্ডের বিশেষ বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত অন্যত্র মসজিদ নির্মাণের যে পাঁচ একর জমি দেওয়ার কথা বলেছে তাও ল’ বোর্ডের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে।

মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে বোর্ডের সচিব আইনজীবী জাফরইয়াব জিলানী সাংবাদিকদের বলেন, মসজিদ তৈরির জন্য যে পাঁচ একর জমি দেওয়া হয়েছে তা কোনওমতেই গ্রহণযোগ্য নয়। শরীয়া অনুযায়ী অন্য কারও দেওয়া জমি মসজিদের জন্য নেওয়া সম্ভব নয়। জাফরইয়াব জিলানী বলেন, যে আমরা যে জমির জন্য লড়াই করেছি, আমাদের সেই জমি প্রয়োজন। মসজিদের জন্য অন্যত্র জমি নেয়া শরীয়াবিরোধী। মসজিদের জমি স্থানান্তর করা যায় না।

আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন সম্পর্কে জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মওলানা আরশাদ মাদানী বলেন, আমরা জানি ওই আবেদন একশ শতাংশ খারিজ হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা তা দাখিল করব। কারণ, পিটিশন দাখিল করা আমাদের অধিকার।

মাওলানা আরশাদ মাদনী

ল’ বোর্ডের ওই বৈঠকে মাওলানা মাহমুদ মাদানী, মাওলানা আরশাদ মাদনী, মাওলানা জালাউদ্দিন উমরী, মাওলানা খালিদ রশিদ ফিরঙ্গি মাহলি, ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, মাওলানা উমরে রাহমানী, মাওলানা ওয়ালী রহমানী, খালিদ সাইফুল্লা রহমানী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যায় বাবরী মসজিদ-রামজন্মভূমি বিতর্ক মামলায় হিন্দুদের মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে। মসজিদ নির্মাণের জন্য অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। এরপর থেকে এনিয়ে মুসলিমদের মধ্যে চাপা ক্ষোভ ও তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। অবশেষে আজ আদালতের ওই রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ