অসমে ফের এনআরসি করা হলে তা মেনে নেয়া হবে না: ‘আমসু’
(last modified Fri, 22 Nov 2019 12:27:07 GMT )
নভেম্বর ২২, ২০১৯ ১৮:২৭ Asia/Dhaka
  • ‘আমসু’ উপদেষ্টা আজিজুর রহমান
    ‘আমসু’ উপদেষ্টা আজিজুর রহমান

ভারতের অসমে ফের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি করা হলে তা মেনে নেয়া হবে না বলে জানিয়েছে অল অসম মাইনরিটি সুটেডেন্টস ইউনিয়ন বা ‘আমসু’। গত বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা দেশের সঙ্গে অসমেও এনআরসি করা হবে বলে মন্তব্য করেন। এরপর থেকে রাজ্যটিতে ওই ইস্যুতে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

‘আমসু’ উপদেষ্টা আজিজুর রহমান বলেছেন, ‘আমরা অমিত শাহ'র সিদ্ধান্ত মানি না। আমাদের আপত্তির পরেও সরকার ফের এনআরসি প্রস্তুতের পথে এগোলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।’

এ ব্যাপারে রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে ‘আমসু’ উপদেষ্টা আজিজুর রহমান বলেন, ‘অমিত শাহ এনআরসি সম্পর্কে সংসদে যে বিবৃতি দিয়েছেন, গোটা ভারতে তাঁরা এনআরসি প্রকাশ করবে সে সম্পর্কে আমাদের বলার কিছুই নেই। কিন্তু উনি অসমে আবার এনআরসি করার যে কথা বলছেন, সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে। যেহেতু ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনায় এনআরসির কাজ চলছিল এবং অসম রাজ্যের সহযোগিতায় এনআরসির কাজ সম্পূর্ণ হওয়ার পথে রয়েছে। সেজন্য পুনরায় এনআরসির কাজ শুরু হলে লোকজনকে আবার সাজা-শাস্তি (দুর্ভোগ) হবে। আমরা লোকজনকে সাজা-শাস্তির মুখে ফেলার পক্ষপাতি নই। যেহেতু এখানে একটা পদ্ধতিতে এনআরসি হয়ে গেছে, সেজন্য আবার এখানে এনআরসি করার কোনও প্রশ্নই আসে না। নতুন করে আবার এখানে এনআরসি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

এদিকে, অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা বলেছেন, গত ৩১ আগস্ট যে এনআরসি প্রকাশ করা হয়েছে, সেটা বাতিল করে যদি নতুন করে এনআরসি করা হয় তাহলে সাংঘাতিক প্রতিক্রিয়া হবে।

দেবব্রত শইকিয়া

অসমের বিরোধী নেতা ও কংগ্রেসের বিধায়ক দেবব্রত শইকিয়া বলেন, ‘কেন্দ্রীয় সরকার দেশের সঙ্গে রাজ্যে নতুন করে এনআরসি নবায়ন করতে চাওয়ার পিছনে একটা গূঢ় উদ্দেশ্য থাকতে পারে। তাঁর মতে, প্রথমত কেন্দ্রীয় সরকার  চাচ্ছে, ‘সুপ্রিম কোর্টের কোনওরকম তদারকি ছাড়া এনআরসি নবায়ন’ করতে। এমনটা হলে ‘ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশকিছু প্রকৃত ভারতীয় নাগরিকের নাম ছেঁটে দেওয়া’ এবং ‘ভাষিক সংখ্যালঘু’ সম্প্রদায়ের একাংশের অবৈধ অনুপ্রবেশকারীর নাম এনআরসিতে অন্তর্ভুক্ত করা সহজ হবে।’ বিজেপি ধর্মীয় লাইনে এনআরসিকে মেরুকরণ করার চেষ্টা করছে বলেও দেবব্রত শইকিয়া মন্তব্য করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ