অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জানাবে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড
(last modified Wed, 27 Nov 2019 12:40:08 GMT )
নভেম্বর ২৭, ২০১৯ ১৮:৪০ Asia/Dhaka
  • বাবরী মসজিদ - সুপ্রিম কোর্ট
    বাবরী মসজিদ - সুপ্রিম কোর্ট

ভারতে বহুলালোচিত অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাবে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। আজ (বুধবার) অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে ওই তথ্য জানানো হয়েছে।

গতকাল, সুন্নি ওয়াকফ বোর্ড ওই মামলায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে অস্বীকার করেছিল। কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড আজ সিদ্ধান্ত নিয়েছে যে, ওই রায়ের বিরুদ্ধে একটি রিভিউ পিটিশন দায়ের করবে।

এ প্রসঙ্গে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য ও বিশিষ্ট আইনজীবী জাফরইয়াব জিলানী বলেন, আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে রিভিউ পিটিশন দায়ের করব।

মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের বৈঠক

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড জানিয়েছে, ‘আমরা আমাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাবরী মামলায় রিভিউ পিটিশন দায়ের করতে যাচ্ছি। মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত আইনিভাবে আমাদের প্রভাবিত করবে না। সমস্ত মুসলিম সংগঠন আমাদের সাথে আছে।’

উত্তর প্রদেশের অযোধ্যার বাবরী মসজিদ-রাম মন্দির জন্মস্থান মামলার রায় বেরোনোর পরে আইনজীবী জাফরইয়াব জিলানী বলেছিলেন, ‘আমরা ওই রায়ে সন্তুষ্ট নই। আমরা ওই রায়কে শেষ সিদ্ধান্ত বলে মনে করি না। মসজিদ তৈরির জন্য যে পাঁচ একর জমি দেওয়ার কথা বলা হয়েছে তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। শরীয়া অনুযায়ী অন্য কারও দেওয়া জমি মসজিদের জন্য নেওয়া  সম্ভব নয়। জাফরিয়াব জিলানী বলেন, যে আমরা যে জমির জন্য লড়াই করেছি, আমাদের সেই জমি প্রয়োজন। মসজিদের জন্য অন্যত্র জমি নেওয়া শরীয়া বিরোধী।’

জাফরইয়াব জিলানী

বিতর্কিত ওই মামলায়, সুপ্রিম কোর্ট গত ৯ নভেম্বর বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণ এবং সরকারকে মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার একটি স্থানে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেয়। মুসলিমরা আদালতের ওই রায়ে হতাশ হয়েছেন।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ