ভারতে আরও ৬০০ ব্যক্তি করোনায় আক্রান্ত, তাবলিগের বিদেশি সদস্যদের বিরুদ্ধে নানা পদক্ষেপ
(last modified Sat, 04 Apr 2020 09:57:24 GMT )
এপ্রিল ০৪, ২০২০ ১৫:৫৭ Asia/Dhaka
  • ভারতে আরও ৬০০ ব্যক্তি করোনায় আক্রান্ত, তাবলিগের বিদেশি সদস্যদের বিরুদ্ধে নানা পদক্ষেপ

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯০২ জন। মৃতের সংখ্যা বেড়ে ৬৮ তে পৌঁছেছে। আজ (শনিবার) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার মধ্যে ৬০১ টি নয়া সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। সুস্থ হয়েছে ১৮৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

এ পর্যন্ত মহারাষ্ট্র ৪২৩, তামিলনাড়ু ৪১১, দিল্লি ৩৮৬, কেরালা ২৯৫, রাজস্থান ১৭৯,উত্তর প্রদেশ ১৭৪, অন্ধ্র প্রদেশ ১৬১, তেলেঙ্গানা ১৫৮, কর্ণাটক ১২৮, মধ্যপ্রদেশ ১০৪,  গুজরাট ৯৫, জম্মু-কাশ্মীর ৭৫, পশ্চিমবঙ্গ ৬৩, পাঞ্জাব ৫৩, হরিয়ানা ৪৯, বিহার ২৯, অসম ২৪, চণ্ডীগড় ১৮, উত্তরাখণ্ড ১৬, লাদাখ ১৪, আন্দামান-নিকোবর ১০, ছত্তিসগড় ৯, গোয়া ৬, হিমাচল প্রদেশ ৬, পুদুচেরি ৫, উড়িষ্যা ৫, মণিপুর ২, ঝাড়খণ্ড ২, মিজোরাম ১ এবং অরুণাচল প্রদেশে ১ জন আক্রান্ত হয়েছে।

এদিকে, করোনা পরিস্থিতির মধ্যে পর্যটক ভিসা নিয়ে এসে যেসব বিদেশি নাগরিক দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের ধর্মীয় কর্মসূচিতে যোগ দিয়ে শর্তভঙ্গ করেছেন জন্য তাদের বিরুদ্ধে ভিসা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে ভারত।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, বিভিন্ন দেশ থেকে ভারতে আসা মোট ৯৬০ তাবলিগ জামাতের সদস্যের পর্যটন ভিসা বাতিল করা হয়েছে। ৩৯টি দেশ থেকে তাবলিগ সদস্যরা এসেছিলেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশের ১১০,  ইন্দোনেশিয়ার ৩৭৯ এবং থাইল্যান্ডের ৬৫ জন ছিলেন। সরকারের বক্তব্য, ৫০০ ডলার করে আর্থিক জরিমানা দেওয়ার পরে তবেই তাঁরা ফেরার অনুমতি পাবেন। এছাড়া তাদের আগামী দু’বছর ভারতে আসাও নিষিদ্ধ।

অন্যদিকে, দিল্লির নিজামুদ্দিন থেকে যারা উত্তর প্রদেশের সাহারানপুর ও কানপুরে ছিলেন এমন ৬৫ বিদেশির বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ মামলা করেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ