কাশ্মিরে প্রচণ্ড বন্দুক যুদ্ধে নিহত হলেন ভারতীয় দুর্ধর্ষ কমান্ডো দলের সব সদস্য
https://parstoday.ir/bn/news/india-i78895-কাশ্মিরে_প্রচণ্ড_বন্দুক_যুদ্ধে_নিহত_হলেন_ভারতীয়_দুর্ধর্ষ_কমান্ডো_দলের_সব_সদস্য
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গেরিলা বিরোধী অভিযান চালাতে গিয়ে ভারতীয় দুর্ধর্ষ কমান্ডো বাহিনী স্পেশাল ফোর্সেসের একটি দলের পাঁচ সদস্যের সবাই নিহত হয়েছেন। পাশাপাশি কাশ্মিরি গেরিলা গোষ্ঠীর একজন সম্ভাব্য পথনির্দেশকসহ পাঁচ জনের সবাই প্রাণ হারিয়েছেন। চলতি মাসের ৫ তারিখে এই ঘটনা ঘটেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৭, ২০২০ ২০:১৬ Asia/Dhaka
  • হেলিকপ্টার থেকে কমান্ডো দলটির লাফিয়ে নামার শেষ ছবি
    হেলিকপ্টার থেকে কমান্ডো দলটির লাফিয়ে নামার শেষ ছবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গেরিলা বিরোধী অভিযান চালাতে গিয়ে ভারতীয় দুর্ধর্ষ কমান্ডো বাহিনী স্পেশাল ফোর্সেসের একটি দলের পাঁচ সদস্যের সবাই নিহত হয়েছেন। পাশাপাশি কাশ্মিরি গেরিলা গোষ্ঠীর একজন সম্ভাব্য পথনির্দেশকসহ পাঁচ জনের সবাই প্রাণ হারিয়েছেন। চলতি মাসের ৫ তারিখে এই ঘটনা ঘটেছে।

২০১৬ সালে কথিত সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নিয়েছিলেন এ পাঁচ কমান্ডোর সবাই। ভারতীয় কোনও কোনও সংবাদ মাধ্যমে আজ(মঙ্গলবার) এ সংক্রান্ত ফিচারধর্মী খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, চলতি মাসের ১ তারিখ থেকে রানডোরি বিহাক নামের এই গেরিলা বিরোধী অভিযান শুরু হয় এবং এতে স্পেশাল ফোর্সেসের অন্তত দু’টি দল (স্কোয়াড) অংশ নেয়।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারার গভীর তুষারাবৃত পার্বত্য এলাকায় যুদ্ধে অভিজ্ঞ এ কমান্ডো দলকে হেলিকপ্টারে করে নামিয়ে দেয়া হয় ৪ এপ্রিল স্থানীয় সময় পৌনে ১টায়। এর মাত্র একদিন পরই এ দলের সবাই নিহত হন।

নিহত পাঁচ কমান্ডোর ফাইল ছবি

উড়ন্ত হেলিকপ্টার থেকে ‘৪ প্যারা’ দলটির লাফিয়ে নামার ছবিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। জানা মতে একে দলটির শেষ ছবি হিসেবে উল্লেখও করা হয়েছে।

কুপওয়ারার এ বন্দুক যুদ্ধকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সাম্প্রতিক সময়ের সবচেয়ে মারাত্মক লড়াই বলে অভিহিত করা হয়। নিহত গেরিলাদের কাছাকাছি, কয়েক ফুটের মধ্যেই পাওয়া গেছে ভারতীয় কমান্ডোদের লাশ। তাতে ধারণা করা হচ্ছে, নিহত হওয়ার আগে হয়ত কমান্ডোরা হাতাহাতি লড়াইও করেছেন।

পার্সটুডে/মূসা রেজা/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।