ভারতের উত্তর প্রদেশে তাবলিগ জামাতের ৫ সদস্য গ্রেফতার
(last modified Tue, 05 May 2020 13:42:10 GMT )
মে ০৫, ২০২০ ১৯:৪২ Asia/Dhaka

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের নয়ডায় তাবলিগ জামাতের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের মারকাজের কর্মসূচি থেকে ফিরে তাঁরা নয়ডার বেগমপুর গ্রামে ছিলেন। তাঁরা এ বিষয়ে পুলিশকে অবহিত করেননি বলে অভিযোগ। ওয়াসিম, নূর হাসান, কাসিম, ইমরান ও দেওয়ান নামের ওই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে আজ (মঙ্গলবার) হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে জানানো হয়েছে।

তাবলিগ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নিজামুদ্দিন মারকাজের কর্মসূচিতে শামিল হওয়ার পরে কাউকে না জানিয়ে গ্রামে ছিলেন। এমনকি তারা গ্রামে ঘুরেও বেড়াচ্ছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে লকডাউন বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাঁদের ওই কাজের কারণে, গ্রামের অন্য লোকেদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল বলে দাবি।

এ প্রসঙ্গে মানবাধিকার সংস্থা ‘এপিসিআর’-এর পশ্চিমবঙ্গের আহ্বায়ক মুহাম্মাদ আব্দুস সামাদ আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে বলেন, ‘লকডাউন বিধি কীভাবে ভেঙেছেন, কতটা তার প্রমাণ আছে তা সরকারকে স্পষ্ট করতে হবে। অনেক ক্ষেত্রে হয়ত সুযোগ সুবিধা হয়ে ওঠে না জানানোর। কিন্তু তাই বলে তাঁদেরকে গ্রেফতার করা বৈধ বলে মনে করি না। যেভাবে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে তা একটা সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করতে এটা করা হয়েছে।’

এরআগে, উত্তর প্রদেশের শ্যামলিতে পুলিশ ১৫ তাবলিগ জামাত সদস্যকে গ্রেফতার করেছিল। এদের মধ্যে ১২ জন বিদেশিও ছিলেন। পুলিশ সেসময় তাদের বিরুদ্ধে ভিসা লঙ্ঘন ও মহামারী আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছিল। অভিযোগ, এসকল লোক পুলিশকে না জানিয়ে শ্যামলিতে ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ